বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জাসমিনা খাতুন



জাসমিনা খাতুন * দুটি কবিতা

যদি কথা হতো 


কুয়াশার ভেতর চুপচাপ ছিলে 

ভয় ছিলো হারানোর 

সাহস ছিলো কম 


কথা যদি হতো 

থেমে যেতো নীরবতা 

কুয়াশা ছিঁড়ে প্রেম পেতো নতুন ভাষা 


বিতর্ক থাকলেও 

চিত্রকল্পে বসন্ত পেতো 

রঙ বাহারি ফুলের শুভেচ্ছা 


আমি ভালোবাসি 

জানালায় উঁকিমারা চাঁদ 

এই নিয়ে তুমি লিখতে কতো রসিকতা  



কি নাম দেবে ?


তুমি ফিরবে না জেনেও বসে আছি 

জলপাই পাতায় জমে থাকা 

শিশিরের মতো নিশ্চল 


ভোরের মেঘ জানে 

আমি কিভাবে নিঃশ্বাস গুণে থাকি 

তবু সূর্য ওঠে না 

তুমি আসো না 

বলেই কালচে আলোয় ঢাকে দিন 













***************************************************************************************************************


জন্ম 10 জুন 1984। বীরভূম জেলার হাজারপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় হাতেখড়ি। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা। সেই ভালোবাসার খাতিরে কলেজ জীবনে বিভিন্ন পত্র পত্রিকার সংগে যুক্ত হন। লেখা তার নেশা।

              এ যাবৎ তার কাব্যগ্রন্থের সংখ্যা চারটি।

1) সিক্ত জুঁই 2) রাঙামাটির রাজবাড়ি 3) জান্নাতি জুঁই 4) অনুভূতির আরশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন