স্বপন নাথ * তিনটি কবিতা
দূরে গেলে
দূরে গেলে
মূর্তি গড়া কথাদের চলাচল বাড়ে ।
গড়নের ধরন নিয়ে
খুচরো পয়সাদের টুংটাং মাজারের থানে - - -
মাজারের মালিক সেগুলো পকেটস্থ করে।
মূল্যহীনাদের পেয়ে
কপাল মই ছোঁয় ;
অমূল্য প্রদীপ চায় বাসা অন্তরে ।
ক্রুশে
জীবন দেখি গড়াচ্ছে চারপাশে।
গড়াতে গড়াতে ঘাসের সঙ্গে ঘাস
গড়াতে গড়াতে ঘাসের সবুজ আঁশ
গড়াতে গড়াতে কাদামাটি প্রদীপ
পলতে পুড়িয়ে মূর্তি সর্বনাশ ।
জীবন দেখি নামাচ্ছে মুখ নিচে।
নামতে নামতে তোমায় এঁকে রাখে
নামতে নামতে তোমায় ছিঁড়ে খায়
নামতে নামতে হর্ষ বিষাদ ঠাট
জীবন দেখি বইছে ক্রুশকাঠ।
গরান জননী
গরানের ঠেস মূলগুলো বড় অদ্ভুত !
ঠেসে ধরে বাঁচায় মূল মাটি।
ঠেসে ঠেসে দাঁড়ায় জনৃতি দ্বীপ
সমুদ্র ঝাঁকায় নুন।
কুরে কুরে খায় মেদ মজ্জা ফুসফুস।
তবু কি স্বপ্রাণ বেঁচে ওঠায় !
যেন আমলাশোলের জীর্ণ দীর্ণ মানুষ- - -
ওর সঙ্গে দেখা হয় পুরুলিয়ায়,ঝাড়ের জঙ্গলে।
ইদানিং গাববেড়িয়া ছোটপোলে দেখি
গরানের শেকড় বাকড় নিয়ে বসে আছে শুঁড়ি জননী।
খাঁড়িতে নদী পেতে শোকাচ্ছন্ন তিনি
চোখে তুলে নেন নুন।
গরানরে ,বর্ষার জল পেয়ে চোখ ধূয়ে নিস
ভালো থাকিস।
*********************************************************************************************************
স্বপন নাথ
পিতা : বলাই চন্দ্র দেবনাথ।মাতা:শ্রীমতি মায়া নাথ।গ্রাম-বেটিয়ারী, ডাকঘর- নলপুর, থানা-সাঁকরাইল, জেলা- হাওড়া,পেশা- শিক্ষকতা ।
নেশা-লেখা , মূলত কবিতা ও প্রবন্ধ ।
প্রকাশিত কাব্যগ্রন্থ : আটটি। প্রথম প্রকাশ (2006)বাতুল বালিয়াড়ি। পর্যায়ক্রমে মৃত্যুজপ শীলিত পরিক্রমা, চন্দ্র হলো না,সেই হরিণী যেই হরিণী, দ্বীপজন্ম, আয়াত পেরনো জল, গ্রহণ, প্রভৃতি । সবকটিই শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের তদারকিতে প্রকাশিত । প্রকাশিতব্য "ছিপ ধরা প্রহর "2022কোলকাতা বইমেলা ।
"আয়াত পেরনো জল" কাব্যগ্রন্থটি 2020 অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কারে মনোনিত হয়েছিল। রবীন্দ্রভারতী


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন