সাত সেকেন্ড
শতদল মিত্র
রাত দুটো হবে বোধহয়। লোকটার হার্টটা শেষবারের মতো বাতাস পাম্প করে হৃদয় উজাড় করে থেমে গেল। লোকটার বায়োলজিকাল মৃত্যু হলো। কেউ জানল না। কেবল লোকটার মস্তিষ্ক জানল তার হাতে আর সাত সেকেণ্ড মাত্র সময়। সাত সেকেণ্ড পর তার ব্রেনডেথ হবে। অতএব লোকটা সময় নষ্ট না করে মুহূর্তে পৌঁছে গেল তার স্বপ্নের ছোট্ট নদীতীর-গাঁয়ে। যেখানে তার প্রিয় নারীটি এখন ঘুমিয়ে আছে। লোকটা আলতো ঠোঁটে তার নারীর কপালে চুমু খায়। ঠোঁট ছোঁয়ায় ঠোঁটে, স্তনবৃন্তে। লোকটার পেলব জিব স্পর্শ করে নারীটির নাভিমূল, যেন নিবেদন করে নিজেকে। তারপর লোকটা শ্যামচিকন তৃণভূমিমাঝে নিজেকে হারায়। খুঁজে পায় সেই নাব্য উপত্যকায়, যেখানে নীল অপরাজিতা ফোটে। অনাঘ্রাতা সে ফুলের বাসে বুঁদ হয় লোকটা। আর তখনই ফল্গু নদীটিতে জল উজান বয়। লোকটা সে সুন্দরে আভাং ডোবে। লোকটার ব্রেনডেথ হয়। নারীটি জানতেও পারেনি। সদ্যযুবতী সে সেই ক্ষণেই স্বপ্নে পেয়েছিল লোকটিকে, প্রথম। আর এক আন-শীতে কেঁপে উঠেছিল গভীর ঘুমে তলিয়ে যাবে বলে।
রাতরঙা থিরথির নদীটি হঠাৎই আনমনে ঘাই তুলেছিল পাড় ভাসিয়ে, ছলাৎ !
***********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন