শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত * দুটি কবিতা
ম্যাজিক
কাপড়ের থলির মুখ হাঁ করলেই অ্যালুমিনিয়ামের
টিফিন কৌটো, ফাউন্টেন পেন, কয়েকটা কারখানার কাগজ
আশাহত মায়ের হাত সচল তখন তরকারির ফোরনে
কলতলায় জলের শব্দ অনবরত
ধুয়ে যাচ্ছে আমাদের দারিদ্র্য, বঞ্চনা
রান্নাঘরের দাওয়ায় হ্যারিকেনের আলোয় ইতিহাস বইয়ে
অমনোযোগী আমি
কৌতূহলী দৃষ্টিতে বাবার থলি যেন ম্যানড্রেকের টুপি -
একটা চাঁদমামা, সোনালী চুলওয়ালা পুতুল এক্ষুনি বেরিয়ে
আসবে অবাক করে।
তারপর এক সময় ঘুমন্ত চোখের পাতায়
একে একে অদৃশ্য হয় কাপড়ের থলি, পুতুল, টিফিন কৌটো,
বাবা।
কুঁড়ি
প্রতিবার দুঃখফুলের কুঁড়ি ফুটলেই তুমি ফিরে যাও
আমি হলুদের কৌটো গোছাই, তুলসী মঞ্চে প্রদীপ ধরাই,
চিকনকারী বেডকভার পেতে রাখি
তবু তুমি রঙিন সরণী বেয়ে চলে যাও -
মরালের অহংকারী গ্রীবা তুলে।
তোমাকে পাওয়ার যে অবিরাম লাঞ্ছনা
নাড়া ঘাঁটা করে বুঝি " তুমি" - র আড়ালে দীঘি ভরা জল।
আঙুলে লেগে থাকে অপরিমেয় বিষন্নতা
তাদের সাজিয়ে তুলি যেন হেমন্তের কবিতা
বিমর্ষ অথচ হৃদয়গ্রাহী।
প্রতিদিনের জমানো বঞ্চনা
প্রতিদিনের এই ক্ষতের ওপর সামাজিক পরতের ম্লেচ্ছ ভন
ভন
সামলে নিই সব কিছু ভেঙে ফেলার অদম্য ইচ্ছে
কাঁচের মণির ওপর যত্নে পুঁতে যাই গ্ল্যাডিওলাইয়ের ডাঁটি।
একটি করে কুঁড়ি ফুটবে রোজ
ঝরবেও একটি করে
আমাদের বিচ্ছেদ আর ভালবাসার ছায়াতে।
**************************************************************************






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন