তন্ময় চট্টোপাধ্যায়
নুন আর আমি মিশে গেছি
সমূদ্রের আকাশের মতো এ মন|
দোলনায় দুলছে ক্রমশঃ আত্মারাম|
বেদনার নদীর মায়া ঘিরেছে আমাকে|
কেবলই বি: সংবাদ জীবনের কামিনী উৎসবের-
লাগাতার ঘোড়দৌড় অজান্তিক শৌচ কাননে--
মরা মাথার পেটি সমেত গ্রাস হচ্ছি|
অগুন্তি জল্লাদের পেটে হজমের জৈব্য বস্তু আমি...
আমি নির্দ্বিধায় বলতে পারি
এ জনম শুধু পাচ্য ও অপাচ্যের সাহিত্য!!
শুধু গুনের দোসর ও অগুনীর কলঙ্ক-কঙ্কাল ছাড়া আর কিছু নয়.....!!
******************************************************************************
কবি তন্ময় চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৯০ সালের ১৪ই আগষ্ট, বাঁকুড়া জেলার অন্তর্গত সোনামুখী শহরে| কবি বেড়ে উঠেছেন সোনামুখীর অন্তর্গত ডিহিপাড়া গ্রামে|তিনি ছোট থেকেই খুবই প্রতিভাবান ও লাজুক প্রকৃতির ছিলেন| তার পাশাপাশি গানবাজনা ও খেলাধুলার প্রতি তাঁর একটা বিশেষ আগ্রহ ছিল, খুবই সুন্দর গানের গলা পাড়াপড়শীর মনে একটা বিশেষ দাগ কেটেছিল| ছাত্রজীবনে সাংস্কৃতিক ও ক্রীড়াবিভাগে অনেক আঞ্চলিক পুরস্কার পেলেও মাধ্যমিক পরীক্ষায় শারীরিক অসুস্থতার কারণে তার আশানুরূপ রেজাল্ট হয়ে উঠতে পারেনি, কিন্তু তাঁর অদম্য চেষ্টা তাঁকে আজও একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু প্রতিবন্ধকতা এমনি সচ্চার হয়ে ওঠে যে আজও তিনি তার অদম্য লড়াই একাই লড়ে যাচ্ছেন| তিনি মাত্র ১৪ বছর থেকে লেখা শুরু করেছেন ও এখনও বহু গুণী মার্জিত পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হবে এবং হচ্ছে



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন