অটবী
বাবলু সরকার
ভালোবাসি ওকে
বললেই যেন সামনে একটা
গাছ জীবন্ত হয়ে ওঠে
তাকে নিয়ে সারারাত নদী সাগর
বন বাদাড় অরণ্য তোলপাড় করি
ভালোবাসি ওকে বললেই
ক'টা ন্যাড়া মূর্তি সামনে এসে
হাজির হয়ে যায়
আর আমি কাঠুরিয়ার মতো
ওদের উপর নির্দয় নির্মম করাত
কুড়ুল চালাতে থাকি
কী নির্মম প্রেমিক আমি!
মোটেও না, বরং ওদের আমি
সাজপোশাক পরিয়ে পরিয়ে
শিল্পী বীথি আর অটবীতে রূপান্তর করি
*****************************************************************************************
বাবলু সরকার
বাবলু সরকার বাদকুল্লা সুরভিস্থান নদীয়া থেকে লিখছেন। পেশায় প্রাইভেট টিউটর ও এল আই সি কর্মী। নয়ের দশক থেকে লেখা শুরু হলেও দুই হাজার থেকে পাকাপাকি ভাবে লেখা শুরু। সম্পাদিত পত্রিকা "সম্ভব "। মূলত লিটল ম্যাগাজিনের প্রতিই আগ্রহ। কাব্যগ্রন্থ নেই। লেখা পাঠানোয় ভীষণ অনীহা। এই অনীহার কারণেই হয়তো কাব্যগ্রন্থ হয়নি।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন