বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

অসীম বিশ্বাস






অসীম বিশ্বাস * দুটি কবিতা










স্মৃতির পরিত্যক্ত টিপ


একদিন তুমি ছিলে হৃদয়ের অন্তস্তলে-

নরম শ্বাসে দুলতো আমার ক্লান্ত দুপুর
সেই বালিশে লেগে থাকা কপালের টিপ
আজ উধাও-মিশে আছে সময়ের পোড়া গন্ধে
স্মৃতির অসুখ কেমন দগদগে ব্যথা
রাতের গহিনে হুপিং-কুকুরের মতো ডাক দেয়
হুইস্কির দাগে ডুবে যাওয়া বালিশ
তোমার অনুপস্থিতির মৃদু জ্বালা ছড়ায়।

ঘরের জানালায় বাতাস হাহাকার তোলে
তুমি নেই বলে রঙ বদলায় আলো
টিপের লাল ছাপ-এখন কেবল ভ্রান্ত প্রতিচ্ছবি
স্মৃতির ব্যান্ডেজ খুলে গেলে আরও রক্ত ঝরে।

অথচ ভালোবাসা মরে না সহজে-
গোপন আগুনের নিচে এখনও ধিকিধিকি শিখা
যা বাঁচিয়ে রাখে আমাকে-তোমার রেখে যাওয়া টুকরো আলো...!





সূর্যের ভোর আসবেই


রাত পেরিয়ে ভোর আসে তবু অন্ধকার রয়
চোখের নিচে ক্লান্ত ছায়া যেন সময়ের ক্ষয়
মানুষ বদলায় পোশাক বদলায় বিশ্বাসও
কিন্তু বুকের গভীরে সেই কালো ছায়া তো রয়ে গেলো।

হাজার প্রেম হাজার বিচ্ছেদ-একই আবর্তে
আলো খুঁজে ফেরে সবাই অন্তহীন যাত্রাপথে
চাঁদ এখনো নির্লিপ্ত নিঃশব্দ দর্শক
তার রূপে লেগে আছে আদিম বিষাদের রস।

মানুষ হাঁটে তবু থামে না-
রাতের ভেতরেই বুনে ফেলে সূর্যের স্বপ্ন
যন্ত্রণা তার সঙ্গী তবু ত্যাগ করে না গান
হৃদয়ের গহীনে জ্বলে এক ছোট্ট প্রদীপ
যা বলে-অন্ধকার চিরকাল নয়।

একদিন হয়তো কোনো ভোরে
সূর্য সত্যিই উঠবে মানুষের ভিতরেই...!






















*********************************************************************************





                    অসীম বিশ্বাস


জন্ম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। পেশায় ইঞ্জিনিয়ার, বর্তমানে মুম্বাই নিবাসী। বাবা স্বর্গীয় অশ্বিনী বিশ্বাস, মা শ্রীমতী মুক্তি রানী বিশ্বাস। বাবার চাকরিসূত্রে দুর্গাপুরেই বেড়ে ওঠা ও পড়াশোনা; উচ্চমাধ্যমিকে কৃষ্ণনগরে স্থানান্তর। প্রথম কবিতা প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিন ‘শাশ্বতী’ তে। পরবর্তীতে প্রথম গল্প ও উপন্যাস প্রকাশিত হয় কলকাতার খ্যাতনামা পত্রিকা ‘প্রসাদ’ এ।

নিয়মিত লিখছেন কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রসাদ, উল্টোরথ, কলেজ স্ট্রিট, ইস্ক্রা, বিবর্তন, কবি সম্মেলন, বরাহনগর দর্পন, বই টার্মিনাস, অন্তমিল, ছায়াবৃত্ত,গানপুকুর, মায়াগাছ প্রভৃতি পত্রিকায়।

পুরস্কার হিসেবে পেয়েছেন—
• বাবু জগজীবন রাম ন্যাশানাল সম্মান পদক (২০২০, দিল্লি)
• বাল্মিকী রৌপ্যপদক সম্মান (২০২১, প্রসাদ পত্রিকা)
• নির্মোহ সংলাপ শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পুরস্কার (২০২৫, বই টার্মিনাস )
প্রকাশিত গ্রন্থসমূহ:
• প্রেম যখন রিসাইকল বিনে (কাব্যগ্রন্থ, ২০২২)
• আলো অন্ধকারে (গল্পগ্রন্থ, ২০২৩)
• আজকের দ্রৌপদী (উপন্যাস, ২০২৪)
• নির্মোহ সংলাপ (কাব্যগ্রন্থ, ২০২৫)
শখ – ছবি আঁকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন