কবিতাগুচ্ছ * মোনালিসা চট্টোপাধ্যায়
জরা
অগত্যা নির্বিষ হয়ে জরা হয়ে বাঁচা -- ফণা থেকে চুম্বন সবই
লিখি কত ! একদিন লেখা বন্ধ করে ঘুমের অকাল কালে স্তব
করছি মায়ের --
অহর্নিশির বাতাস এসে বুলিয়ে দিল মায়াবী পালক কত দূর
যাবি বল ?
দেখতে দেখতে পক্ষীদেশ ভরি নীল অবয়বে
আতুর নিশিত জেগে প্রলুব্ধ মায়ায় ঘন সাদা কুয়াশায় ছিন্ন
পত্রে চন্দ্রাবতী আসেনি পঞ্চমে আজো --
অকৃত্রিম স্নেহে হাতে ধরি আয়ু বায়ূ উপকথা
অজানুর নত শিরে এখনো কল্লোল ভাঙা গান এলে
তোমাকেই করতল ভাবি এসো ব্যাধি মগ্নতা দেখাও তুমি আর
কী কী পারো !
২.
জ্বর ফিরে এলে তুলোট বুননে গাঁথি
অন্ধ মায়া কার হাত চায় ছুঁতে !
ঠান্ডা সব জল বরফের সুখতুলি বড় ঘুম পায়
লালে লাল চোখ লৌহরোদ ছাড়ার কৌশল
কিছুতেই শৈশব পাই না ফিরে
সহজ পাঠের মত তবু শুয়ে আছি ।
জ্বর ফিরে এলে জ্বর যায় চলে
তবু ---
আহত মনের কত গিরিপট দুচোখের পাতা
কী আনন্দে অসুর নিধনে যাই ---
স্বরভেজা চোখ মাটিতে জলের দাগ সব মুছে ফেলি
উত্তাপ নামলে পাই রূপ শরীরের এও এক ছলাচ্ছল জল ;
চুপচাপ কথাহীন কথা গাছে গাছে
ছুঁয়েছি আগুন , কার বেশে কে যে লুকিয়ে আছে সে- ই জানে
বিষাদের খালি হাত ---লাল মুখ
কুয়াশা সাপের ডিম খাই মৃত্যুমর্ম লিখি ।
নিজের নিয়ম মত আসে আর যায়
মরুছায়াগাছ জ্বর চলে যায় ফিরে আসে যদি
স্বপ্ন না দিগন্ত এসো --লাল তারাগৃহে ।
ঘুমিয়ে ঘুমিয়ে সত্যি সত্যি দেখি
খুব ঠান্ডা লেগেছে অন্য কোনো শীত এসে ভরিয়েছে হিম ;
গলা বুজে আসে দুঃখে ।
অপদার্থ হাওয়া ঘুরে গেছে সন্ধ্যা থেকে রাত
জলের অতলে বিন্দু বিন্দু ঘাম শুধু বেঁচে আছি
যার কেউ নেই তার জন্যে ।
এ পৃথিবী পারে নি আলো মুছে শব্দরাত আনতে
কথা ভাঙা শেষ এক ইচ্ছে হয়ে শুয়ে বসে থাকি
অক্ষরের ভাঙা মনে -- সম্পর্ক ভেঙেছি আমি ।
আমিই সৃষ্টির মন হিমপ্রবাহের তরল বিন্দু
শীতে শীতে শিরা ধুয়ে রাখি
খুব ঠান্ডা জলে সাদা মুখে সব দেখতে দেখতে
বলে ফেলেছি মিথ্যের কারুবাসনা
ছলনার চান্দ্রভাষ -- শীতকালীন হিমের জলে
পাপ ধুয়ে মৃত্যুদেবী আমি আজ আর কোনো
নতুন মৃত্যুটি পুনরায় মৃত্যু আনবে কি আমার !
হিমঘেরা ফুটপাতে হিমে লিখছি শ্রীনিবাসের স্মৃতি
ভার্গবীর অগ্নিশয্যা ।
২.
হেমন্তে শিশিরে শব্দ ঝরে পড়ে
সমকোণে বসিয়ে রেখেছি দূরবিন জলবায়ূ।
মন দিয়ে মন পেতে বসি আকাশের কোণে ।
পাখির পাখায় নদী তুলে নিই ।
ভালোকথা মন্দকথা কথাজন্ম জন্মকথা
তাদের নিয়ম নেই কোনো --
ঝিনুকের অন্ধদৃষ্টি খুশির ঠিকানাহীন
তবু সেই সব মানুষের মনে রোজ বেঁচে আছি
নিদ্রহীন বিরোধের মিলে ।
শিশিরের সেই সব ফোঁটা বেভুল কৌণিক এক আলো ---
*********************************************************************






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন