বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জীবন সরখেল





জীবন সরখেল * দুটি কবিতা

হেমন্ত


উদার বাদামি মাটির সিম্ফনিতে ভাসে 

সবুজ সোনালী ফসলের অস্তরাগ....

জারণ বিজারণে নীরবেই মিশে যায় 

অবরুদ্ধ যত ঔদ্ধত্য আর প্রহেলিকা!

একান্ত সকাল বৈভবে শিউলিরা 

এঁকে যায় বায়বীয় নলেন প্রশান্তি;

প্রেম রসায়নেই বদলায় ঠিক ভৌতিক স্থিতি

বিমূর্ত নীল উঠোনের শূন্যতায় তাই

উঁকি দেয় বৈষ্ণবীয় অধ্যাত্ম সুখ....

ক্রান্তীয় হোমশিখায় গোত্রজ অসুখ ভুললেই 

তাই দেহের সমস্ত শিরা উপশিরা জুড়ে  

জেগে ওঠে কিছু মরা নদী আর উপনদী.....













সবার তিনি মা 


আজও সহজেই রোজ তার চা মুড়ি গ্রহণের

ফাঁকে নেমে আসে একটি নির্বিন্ন সকাল... 

প্রিয় কিছু হলুদ ফুলেই তিনি এঁকে যান 

বিশুদ্ধ ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য ও নির্ভরতা

তাঁর অজপা জপ তপ সিদ্ধির ঐশ্বর্য্যেই ঋদ্ধ হয় এই পৃথিবীর

 আলো বাতাস মাটি... 

কত সপ্তর্ষি ব্রহ্মর্ষি ধ্যান সিদ্ধ প্রজ্ঞা পুরুষেরা তাঁর জ্ঞানালোকে

 প্রশ্রয়ে অবিরত হৃদয়কে করে যান প্রসারিত.. 

সহিষ্ণুতা পবিত্রতাকে তিনি আজও অসম প্রতিযোগিতায়

 নামতে বাধ্য করেতে পারেন

জীব জড় ব্রহ্মজগতেরও অপার নির্ভরতার প্রতীক

 'তিনি'ই;সব সন্তানের সহজজননী;জগজ্জননী মা;

তিনলোকে স্থলে জলে আকাশ পথে তাঁর মাঙ্গলিক স্নেহ

 দৃষ্টিতে ক্রমে দূরে সরে যায়

আজও ত্রিবিধ কঠিন সব বাধা বিপত্তি.... 












****************************************************************




জীবন সরখেল

১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন