বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সাধন চৌধুরী

 



দারুবৎ

সাধন চৌধুরী


গানে গানে মোহ ভেঙে দিতে চাও কেন 

দারুবৎ জীবন ; এই মোহমুগ্ধতা নিয়েই 

দৈনিক সূর্য প্রণাম, যতটুকু সফলতা–

এ জন্মেই জন্মান্তর ; সারাদিন অচলতা

ফেরি করা জীবাশ্ম জ্বালানির অবশেষ

তবু, নব নব ইচ্ছে প্রকরণ– এর শেষ নেই–



কত কত পুরাতন হেমন্তের জার

শিশিরের ধাত নিয়ে এবারের নিম

হিমঋতু ধীর মৃদু পায়ে আসেনি কি! 

এ জীবন যজ্ঞ ডুমুর, বিষহরি ধুন–


.











*******************************************************************



সাধন চৌধুরী

মূল  নাম,সাধন  চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী  হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ   মিশন, বিবেকানন্দ  সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত  কলেজ  টিচার। বাংলা  ভাষা ও সাহিত্য নিয়ে  স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত  কোনো কবিতার  বই নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন