বিকাশ চন্দ * দুটি কবিতা
কালরাত্রি
বুক ভরে আগলে রাখি পরস্পর
যত সব বিরুদ্ধ ব্রাত্য কথা
প্রতিদিন আগলে রাখি সোহাগ সংহিতা
যা কিছু ভেসে গেছে গৈরিক উজানে
জড়িয়ে ধরে সকল চিত্র রেখায়
শুকনো গাছ ছুঁয়ে ছিল তার
অবাধ্য সময়ের বোধি বৃক্ষ ছায়া
প্রতিক্ষণ ঘাম রক্তের টানে
ধরে আছে করপুটে সকল স্বপ্নের শস্য
উজাড় বিশ্বাস ফিরে আসে বুকে
দেখি বদলে যাওয়া মুখে দেখি আলোর সম্মোহন
অন্বিষ্ট সময়ে খুঁজি আত্মহারা সময়
ভালোবাসি জননী মাটির শীতল দাওয়া
নিষ্পাপ করুণা বুঝে গেছে আত্মার নির্বাণ
আমার চতুর্দিকে জ্বলছে অক্ষর উত্তাপ
অপেক্ষায় কালরাত্রি
অদৃষ্ট সময় জানে
অপেক্ষায় কোথাও না কোথাও আগুনের উৎস মুখ
ভালোবাসা আঁকো হলুদ পাতায়
গাছ হয়ে দাঁড়িয়ে থাকে
একটা স্থবির মৃত্যু চিহ্নহীন জগতে কোথাও
ঘিরে আছে অম্লান অনুভবে
বাকলে আঁচড়ে ঢাকা আত্মার মুক্তি
ভরাট সংসারে অনেক অসাধ্য অন্যায় হয়ে যায়
এই সত্যের অস্থির শূন্যতায়
নিষ্ঠুরতম মূল্য নিয়েছি দু'হাত ভরে
এভাবে জটিল ঋণে জড়িয়ে জীবনের জাদু ঘর
সকল ভালোবাসা আঁকো হলুদ পাতায়
তবুও মাটি আর পৃথিবীর নাগরিক জানে
সবুজ ছায়ায় রোদ খেলে স্বর্গের ফুলে ফলে
জীবনের উৎস মুখে জন্ম বীজ ছড়িয়ে চরাচর জুড়ে
পরস্পর বেঁচে থাকি গাছের মতো
অতীন্দ্রিয় প্রাণের দোসর কোথাও অপেক্ষায়
যেখানে আশ্চর্য উষ্ণতা মাখে
মানুষের উৎস মহিমা
*******************************************************************************
বিকাশ চন্দ
জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত
কাব্যগ্রন্থ : বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩।
প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"।
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১।
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন