বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

প্রাণজি বসাক





প্রাণজি বসাক * দুটি কবিতা 


ভুলের দিন 


দাগে দাগ রেখে জ্বর ওঠে…দন্ডিত পনেরটি বছর

সারাদিনের কাঙ্খিত সবুজসংকেত হঠাৎ লাল হয়

স্বপ্নে-পাওয়া আনন্দ যেন অস্থির জলকণা মৃত্যুময়

মন লেগেছিল মেঘের স্বরে গভীর আত্মদহনে স্থির 

আপোষহীন দংশনবেদনা আমৃত্যু থেকে যাবে হৃদে

বোশেখ আসে যায় প্রতিবছর বৃষ্টিমুখর ঝড় ওঠে –

ডোরাকাটা বাঘ আসে ঘুমের ভেতর হিংস্র মনোভাব 

তীব্র অন্ধকারে হাতড়ে বেড়াও ক্যালেন্ডারের তারিখ 

দেয়ালে আঁচড় কেটে কেটে বদলে দিলে ভুলের দিন

অনুভব বাঁচিয়ে রেখে সামলে নিলে ভুল নদীর বাঁক













ফলিত আবাদ 


যেখানে টানি ইতি টানি রেখা সেখানে থামে দৌড় 

শেষ হয় বারাখাম্বা রোড নিম্নবর্গের ঢঙে ঢাকঢোল 

রেত বংশের পরত উড়ে আসে ভেসে আসে মাদল

ধোঁয়াশায় ঢাকা মনোরম উচ্চাশা আর সে আঁচল

ব্যর্থ হয়েছে ফলিত আবাদ পেখম মেলেছে রোদ্দুর 

কোমরের নীচ থেকে উঠে আসে প্রগলভ শিহরণ 

দেশটির আয়তন বড়সড় নয় বলে আছে নিয়মে

কতকিছু জমা পড়ে খোপেখোপে নিরন্তর খেয়ালে

তুমুল শব্দে চতুরঙ্গে খামোখা খরচ হয় অভিমান 

দরোজা থেকে সিঁড়ি কোথায় চলে যায় দূর বলয়ে 













*************************************************************************




প্রাণজি বসাক 

পেশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক ও নেশায় কবি। হিন্দি বলয়ে বাংলা ভাষার কবি। কবিতাই একমাত্র জীবনের ওষধি, একথায় বিশ্বাসী। স্কুল ও কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের তুফানগঞ্জ তথা কোচবিহার শহরে। চাকরিসূত্রে রাজধানী দিল্লিবাসী প্রায় ৪৩ বছর। আইআইটি দিল্লির ক্যাম্পাসে এবং আশেপাশে কাটালেন দীর্ঘ জীবন। কবিতা আড্ডা জমে ওঠে এখান থেকেই। খোলবাদক পিতা ছিলেন তার কবিতার প্রেরণা। মূলত লিটম্যাগের কবি। কবিতা ছোটোগল্প অণুগল্পে তিনি স্বতঃস্ফূর্ত। দেশবিদেশে বহুবার সম্মানিত। বাংলা কবিতা নিয়ে বহুবার বাংলাদেশ এবং দুবার ইউরোপ ভ্রমণ করেছেন। রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পুরস্কার,তিনবাংলা সম্মাননা  উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে তিনটি পত্রিকা এবং দুটি কাব্যসংকলন সম্পাদনা করেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ২২ টি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন