মালা ঘোষ মিত্র * দুটি কবিতা
গন্ধ
কাপড়ের ভাঁজে ন্যাপথলিনের গন্ধ,
কাচের পাত্রে পদ্মের সমারোহ,
গাড়িতে বসিয়ে গাছের আড়ালে,
বড্ড রহস্যময় লাগে------
নীরবতা ভেঙে আসতো দীর্ঘশ্বাস,
ধানক্ষেতে উড়ে বেড়াচ্ছে শালিক, পায়রা
জমা জলে তেচোখা মাছ।
শরীরী ভাস্কর্যে চোখ পড়ে বুকের খাঁজে
পুরুষ্ঠ ঠোঁটে নিকোটিনের গন্ধ,
হাতড়াতে গিয়ে----
আড়ম্বর খসে পড়ে----
বিলাবল সুরে নিবিড়তায়,
নিমগ্ন ভালোবাসা আত্মতৃপ্তি,
ছাতিম বনের গালিচা
অভিজ্ঞতা জমিয়ে রাখে,
রাতচরা পাখির পালক খসে পড়ে,
তুরীয় আনন্দে মন ভাসে
সমতলে এসে পাহাড়ের চূড়া স্পর্শ করে।।
মন
মেঘের মতো মায়া ভেসে যায়
দগ্ধ দুপুরে কলসি ভাঙা ঘাটে,
গল্পের ছলে কত কথা----
চলে যায় মৃত আলো
বিষাদের চোরা স্রোতে----
আতপচাল, কালোতিল-
বেঁচে থাকে চিরকাল খুঁটির মতো
তলিয়ে যায় নিজের মধ্যে,
কোলে নিয়ে সংসারের ক্লান্তি
বেহায়া হয়ে ওঠে মন
তবুও কত মানুষ স্বপ্ন দেখায়-----
আয়নায় মুখ দেখি
ভালোবাসার উষ্ণতায় আঁকড়ে থাকি
জেগে ওঠে শব্দরা---।।
**************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন