পঙ্কজ মান্না * দুটি কবিতা
কবিতা লিখিনি
কবিতা লিখিনি ,
কেবলই নিজেকে খুঁড়ে
আজকের আমি পুরনো আমিকে লোনাজলে কেটে জুড়ে
যখনই ওড়াই বেদনার ছাই
হারানো বিষাদ হৃদয়ে জড়াই
ভেলভেট ভাবি কাঁটার বিছানা
সারি সারি অক্ষর,
বাতাসে দেয়ালে চিতা হতে চিতে
কবিতার ধুনে জীবনের কথা
গড়ে তোলে খেলাঘর
কবিতা লিখিনি,
কেবলই দাঁড়াই তোমার সমুখে
মিল খুঁজে ফিরি মুখোশে ও মুখে
প্রেম ভেবে গিলে মিথ্যে-মেঠাই
ভেসেছি অমেয় সুখে
আকাশের নীল ভেঙে চুরমার
বাসনার বাসা পুড়ে ছারখার
অমিয় ভেবেই গিলেছি গরল
প্রাণ করে আইঢাই
এই শুভ ক্ষণে শব্দমিছিলে জীবনের পথেঘাটে
বোধ হাঁটে একা
আর তারই সাথে কবিতার ঈশ্বর
যাবেই যখন
যাবেই যখন ,
চলো একটু এগিয়ে দিয়ে আসি,
দূর পথ,সাবধানে যেও
বিশ্বলোকে সব থাকে,
খসে যাওয়া সব তারা খুঁজে পাবে আলোর গভীরে,
সাগরের তীরে
হয়তো বা পথে আর অচিন প্রবাসে
পুনরায় আমাদের দেখা হয়ে যাবে
তবু যে যায় সে একা যায়,
তাঁর স্মৃতি পোষা বিড়ালের মতো
গেরস্থের পায়ে পায়ে ঘোরে,
দরজা বন্ধ করে দিলে থেকে থেকে চৌকাঠ আঁচড়ায়
যাবেই যখন,
চলো একটু এগিয়ে দিয়ে আসি ,
দূর পথ, সাবধানে যেও
****************************************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন