বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কৌশিক সেন

 




কৌশিক সেন * দুটি কবিতা


বাতাসিয়া লুপ


একটা চুরুট। রং রুটে ট্রেন। কুয়াশা টুপ টুপ 

মেঘের ঘরে ব্যস্ত আকাশ, ফুটন্ত কর্নস্যুপ 


ঘুষঘুসে জ্বর। থাকুক না সে। ঘেষটে বসার পাপ

মুখের ধোঁয়ায় ছাপ পড়ে না, দুরন্ত উত্তাপ


মাফলারে থাক স্বপ্নমাখা, ক্যাপুচিনোয় সিপ

অর্কিডে ওম্ মিশিয়ে রাখা, দু'চার দিনের ট্রিপ 


ফাটলে ও ঠোঁট বলতে পারিস, ভিজলো কি মরশুম

শ্বেতপাথরের ফুলেল বোলে সুস্বাদু মাশরুম।


হাত দুটো রাখ আমার হাতে, বিষন্নতা! চুপ!

রং রুটে থাক পাগলাঝোরা, হিম-বাতাসের লুপ।।













প্লেটনিক!


মেঘ করেছে

বলাৎকারে রক্ত

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই


বাঁধ ভেঙেছে

শিশ্ন বড়ই শক্ত 

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই


রত্নপেটি 

শিষ্ট ভগাঙ্কুর

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই


প্রত্ন জেটি 

মিষ্ট ত্রিশঙ্কুর 

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই


সন্ধ্যে ঘনায়

নাভির নিচে কালো

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই


সূর্যকণায় 

বিদ্যুৎ চমকালো

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই


নিষ্পেষিত

পিনোন্নত চূড়া 

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই


কথামৃতে 

মধ্যরাতের সুরা

আমার কোনও ইন্দ্রিয়বোধ নেই




**************************************************************



কৌশিক সেন 

জন্ম :২২ সেপ্টেম্বর ১৯৭৬ বহরমপুর, মুর্শিদাবাদে। ছাত্রজীবন ও বেড়ে ওঠা বহরমপুর শহরেই।  কলেজ উত্তীর্ণ হওয়ার পর কঠোর জীবন সংগ্রাম। সাতাশ বছর বয়সে দিল্লীতে আগমন।  কেন্দ্রীয় সরকারী কর্মচারী। আঠেরো বছর ধরে দিল্লীর বাসিন্দা।  দিল্লী ও দিল্লীর বাইরে বেশ কিছু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত ও প্রশংসিত।  প্রকাশিত কাব্যগ্রন্থ : রাই জাগো গো, কর্ষণলিপি,পাখিঘুম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন