হামিদুল ইসলাম * দুটি কবিতা
অনন্য শীত
শীতের ৱ্যাপারে মোড়া রাত
কবিতা বিছিয়ে দিচ্ছি বিছানায়
সময় হলে এসো
শিশির সমুদ্রে ডোবে জোনাক
সাড়া নেই এখন
তবু হাতছানি দেয় গহন কথার অরণ্য বাসর
এলে কথা হয়
না এলে ভিজে যায় নিশুতি শরীর
পিপাসার নিয়ন জ্যোতি
জল নেই শিশির
তবু ধারাবাতি
উৎসবের ঘ্রাণ মাখে শীতের অনন্য সংলাপ
চাঁদ ও ভুখা পেট
কুঁয়োর জল ছুঁয়ে যাচ্ছে বুকের নর্দমা
দুয়ারে শীতকাল
অকাল বোধন ঘরে বারান্দায়
ইচ্ছেগুলো ভেঙে ফেলে অঙ্কের খতিয়ান
দুপুর গড়াতে গড়াতে পোয়াতি রাত
ঈশ্বর নেই
যারা আছে তারা ধর্মে আসক্ত
রক্তাক্ত পৃথিবী
প্রতিদিন ধর্ষণ খুন জখম
মানুষ আজও সত্যিই বক ধার্মিক
থিসিস লিখি না
ধীরে ধীরে নাস্তিক থেকে ঘোর নাস্তিকতা
ইতিহাস জানি
আস্তিনে গুটিয়ে রাখি চাঁদ ও ভুখাপেট
**************************************************************************************
হামিদুল ইসলাম
জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস।
তিনটি ই কাব্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন্যাস।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন