জবা ভট্টাচার্য * দুটি কবিতা
পদ্মপাতায় জল
প্রতিদিন একটা একটা করে ইঁট খুলে নিয়ে
চেতনে অবচেতনে যত্নে গড়া বাড়িটাকে
পোড়ো বাড়ি বানাচ্ছ, কেন?
অনুভূতিগুলো মরে কাঠ
মনের চোরাকুঠুরিতে ধুলো জমছে
হৃদ কুলুঙ্গিতে যে প্রদীপ জ্বালিয়েছিলাম
হা হা করে পুড়ে যাচ্ছে তার বুক অবিরাম।
প্রচন্ড জীবন্ত আমাকে এক ফুঁয়ে হৃতসর্বস্ব করে
এ তোমার কেমন খেলা মুরারী !
মেঘের খেলা
এত আয়োজন !
এত সাজানো গোছানো থরে বিথরে
অনন্ত আকাশ জুড়ে অরূপ মেঘের বিস্তারে
অনিঃশেষ গান বাজে অস্তিত্বের শিকড়ে।
থাক তবে তাই থাক
নরম গানের দিন
যদি হয় মৌণ স্থবির
যদি তার চেনা মুখে
অচেনা মুখের দেখি ছবি
আকাশের নীল অকারণ
বাঁধে মনে মায়ার শিকল
তবে আমি অনায়াসে
দিতে পারি তাকে
দুর্মর প্রণয়পাশ
ভালোবাসার
অনন্ত বন্ধন
আকাশও তখন, সুতীব্র আশ্বাসে
কবচকুন্ডল খুলে রাখে পাশে।
**************************************************************************
জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই কলকাতায়। বিবাহ সূত্রে উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত সাজি, মান্দাস, বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে। নিজের দুটি কবিতা সংকলন আছে "মাধুকরী মন" এবং “এক টুকরো ডাঙা”।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন