সৃশর্মিষ্ঠা * দুটি কবিতা
অনাহূতের মতো
ইচ্ছে করেই দিইনি ঠিকানা
খবর না দিয়ে
একদিন সটান চলে যাব তোমার কাছে
শীতে বন্ধ আটঘাট
ভেতরে তুমি
আর তোমার অপেক্ষা
আমি তো সেই বিরল সুদূর
যাকে কাছে পাওয়ার জন্য
তুমি শীতের রোদের কাছে মানত রেখেছ
তোমার সমূহ চন্দ্রমল্লিকার বাগান
দয়াপরবশ
ভিখারি মানুষ, সবিশেষ নই
হা পিত্যেশ জীবন, নয়ছয়
তুমি ধনী, অবসরে কাছে আসো
নয়তো বা নয়
প্রবাসের পাখি গৃহত্যাগী হলে
এদেশে যেমন শীতকাল হয়
********************************************************************************************
সৃশর্মিষ্ঠা
জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন