শুভশ্রী রায় * দুটি কবিতা
অসবর্ণ
বন্ধন নিজ বর্ণে নয় তবু বর্ণে বর্ণে ভালোবাসায় ভরা,
চন্দনে আঁকা স্তোত্র, আনন্দিত জ্যোৎস্না সম বালুচরী,
সোনা মুখে বধূটি ঢুকছে নিজেদের গৃহে
প্রভু নয়, সোহাগের জুড়িদার পাশে,
সুখমুহূর্ত বুঝে আশীর্বাদী গান গেয়ে ওঠে অলৌকিক পাখি;
সুখী হও বলে হৃদয়পরায়ন হাওয়া অকাতরে উড়িয়ে নিয়ে
যাচ্ছে বিধান ;
জগৎ নিজের ভালোবাসা উজাড় করতে চেয়ে কুন্ঠিত ছিল
এত দিন,
বিধান পেরিয়ে যারা তুমুল মাণিক ছেঁচে নিতে চায় তাদের
জন্য
হৃদয়ের অলিগলি সব খুলে দিয়েছে সে আজ এই মধুপলে।
অচান্দ্রিক
জ্যোৎস্নার জন্য প্রেমিক প্রেমিকা অপেক্ষায় থাকত কোনো
এক সময়,
তাতে চাঁদের কিছুই না অবশ্য,
নিজের স্বভাবে কৌমুদী ছড়িয়ে গিয়েছে বেহিসেবী,
সেই জ্যোৎস্না পরস্পরের গায়ে মাখিয়ে
পেলব কিছু স্বপ্নসম মুহূর্ত কাটানোর পর
এখন তারা সংসারের ভীষণ রোদে প্রতি মুহূর্তে পুড়ে যায়,
জানলাতে কোনো মতে চাঁদ উঁকি দিলেও মেজাজ উগ্র,
ভাবে- আমাদের দুর্ভোগ দেখে রঙ্গ করতে এসেছে শয়তান;
দূরের চাঁদ কাছ থেকে বুঝে হেসে কুটোপাটি!
সাধারণত সংসারের দাপটের কাছে হেরে যায় মায়াসর্বস্ব চাঁদ,
বেঁচে থাকে অভ্যাসের মৈথুন, গর্ভনিরোধক এবং যাপনের
ক্লেদ।
বিবাহোত্তর প্রেমিক জুটি তুমুল অচান্দ্রিক;
চান্দ্রিক মায়াটুকুর অভাবে কর্কশ চন্দ্রপৃষ্ঠ নিজেরাই!
********************************************************************************************
জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন