বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

দেবব্রত রায়



দেবব্রত রায় * দুটি কবিতা 



উত্তরাধিকার  

  
উত্তরাধিকার সূত্রে আমি একটা গ্র্যান্ডফাদারক্লক উপহার পেয়েছিলাম 
পুরানোদিনের সেই আশ্চর্য ঘড়িটাতে কোনো কাঁটাই ছিলনা
কাঁটার বদলে সবসময় ঘুরে বেড়াত বিশ্রামহীন একটা উড়ন্ত পাখি
তার ডানার থেকে পালক ঝরে পড়লেই, কখনো-কখনো তৈরি হতো মেঘ-বৃষ্টি কখনো-বা, হিম-তুষারঝড়

একটা ডানার থেকে ঘন অন্ধকার ঝরে পড়লেই, বিপরীত ডানার পালক থেকে তৈরি হতো নতুন সকাল, যার আলোয় শুধুমাত্র, পক্ষীরাজঘোড়াই নয়, কোদাল-ঝুড়ি আর গাঁইতির গল্পও থাকত


কোনো কোনো সাউন্ডপ্রুফ-দেয়াল এবং ঘড়ির কাঁটা আমাদের শিখিয়েছিল ফার্স্টবেঞ্চ চিরকালই কাঁধের নিঃশ্বাসদের নাট-বল্টু চিবায়


















ভগ্নাংশ ভার্সেস একশো শতাংশ 



চোখে গান্ধারী-বিশ্বাসের পট্টি বাঁধা  
থাকলে একটা ল্যাতপেতে লুচিকেও
আপডেট লেজারবুক বলেই মনে হয় 
অথচ বিভীষণ-সন্দেহের 
ফার্স্ট ব্র্যাকেট, গুচ্ছেন আইলার 
মতোই আছড়ে পড়ে মেছোবাজারের কার্নিভালে 

প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে সমুদ্রের 
রবীন্দ্রনৃত্য, মুহূর্তে সুনামি-গতরে 
আস্ত ভাতারখাকি 
একটা বিশ্বাসঘাতক রুমাল
দ্য ট্র্যাজেডি অব ভেনিস 
এবং অদ্বিতীয় মুর-তলোয়ারটি 
আজও প্রেমে ললিপপ-বেবি

পাটালি-টুকরো-আয়নার পুনর্জন্মও 
অসম্ভব নয়
কিন্তু,একটা ভগ্নাংশ-বিশ্বাস কিছুতেই,
একশো শতাংশের অস্তিত্ব স্বীকার করে না
ঢেউয়ের বিরুদ্ধে সাঁতার না-শেখা পর্যন্ত 





















********************************************************************************************************



                        দেবব্রত রায় 


কবিতাপাক্ষিক পত্রিকার সম্পাদকমণ্ডলীতে আছেন। লেখার বিষয়, গদ্য এবং কবিতা। দীর্ঘদিন ধরে তিনি কবিতা পাক্ষিক  প্রতিভাস, প্রতিলিপি, সুখপাঠ, সংবাদ ( দৈনিক পত্রিকা) দৈনিক বজ্রকণ্ঠ, টার্মিনাস, কফিহাউসের চারপাশে, মধ্যবর্তী, কলেজস্ট্রীট, ১৪০০ সাল, ঋতুযান, কবিতা ক্যাম্পাস, স্বদেশ, সমিধ, কবিতা সরাণ, ৯ নং সাহিত্য পাড়া লেন, কক্ষপথ, দ্বিমাসিক কচিপাতা, গল্পগুচ্ছসহ ভারত এবং বাংলাদেশের বহু অনলাইন এবং কাগজে লেখালেখি করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন