বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সম্পাদকীয়

 



স্বরবর্ণ * ২৬ 

পঞ্চম বর্ষ  * শীত / ১৪৩২ 


অপেক্ষা করে করেও শীত আসে না। কলকাতা কত ডাকে। শীত শুনেও শোনে না। পশ্চিমী ঝঞ্ঝা নয়তো বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রতিবারই তার আগমনে বাধা হয়ে দাঁড়ায়। এবার অবশ্য ডিসেম্বরের শুরু থেকেই দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে সে। জেলাগুলোতে নির্বিবাদে পরিক্রমা শুরু করেছে ইতিমধ্যেই । পাহাড়ি এলাকাগুলোতে তো কথাই নেই। কলকাতাও একেবারে বঞ্চিত হচ্ছে না, শীত তার দেদার আমেজ ছড়িয়ে দিচ্ছে ।

      তবে,ওসবে মন নেই কলকাতার। কলকাতা আপাতত যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি- অদর্শনে ফুঁসছে। তর্ক-বিতর্কে টিভি চ্যানেল, সংবাদপত্র, মাঠ- ময়দান সরগরম। হায়দারাবাদ, মুম্বাই, দিল্লি যা পারে কলকাতা তা পারল না কেন.. বিতর্কের ঝড় এখনো থামেনি। তদন্ত চলছে। প্রকৃত সত্য উঠে আসুক, আমরা চাই। কিন্তু আমরা চাইলেই কি সব সত্য সামনে আসে? অনেক রহস্য অনেক রাজনৈতিক সমীকরণ থাকে, আমরা সাধারণেরা তার কতটুকু বুঝি! এর আগে থেকে মাসাধিককাল ধরেই চলছে এসআইআর-এর রণবাদ্য। সামনে নির্বাচন। ক্ষমতা দখলের মারণ লড়াই। ব্যস্ত বাম ডান শিবির।

      ঠিক এইরকম আবহে প্রকাশ পাচ্ছে স্বরবর্ণ পঞ্চম বর্ষের শীতসংখ্যা। এ সংখ্যাতে শীত সংক্রান্ত কিছু লেখা থাকছে। এছাড়া, গল্প কবিতা ধারাবাহিক উপন্যাসগুলি তো রয়েইছে। তবে, এ সংখ্যায় সুদীপ ঘোষালের ‘জীবনহাটের কড়চা’ ধারাবাহিক উপন্যাসটির কিস্তি প্রকাশ করা গেল না। অনেক চেষ্টা করেও লেখকের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি।

    পরিশেষে এ সংখ্যার সমস্ত কবি লেখকদের আন্তরিক ধন্যবাদ জানাই, যাঁরা তাঁদের মূল্যবান রচনা দিয়ে সংখ্যাটিকে ভরিয়ে তুললেন।




____________________#######______________________

       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন