তপন পাত্র * দুটি কবিতা
মাগন
বেঞ্চাবনি থেকে নিতাই খুড়ো এসে উঠোনে দাঁড়ালো।
খালি বস্তা। ধান দিয়ে ভরে দিতে হবে।
মান দিয়ে ভরে দিতে হবে।
আমাদের বাখুলে নিতাই সাত পুরুষের গতানো নাপিত।
জনমে নিতাই , আর মরণেও।
বিয়ে,পৈতে, অন্নপ্রাশনেও।
মাঝে মাঝে পড়ন্ত বিকেল এসে খবর নেয়
কার চুল কার দাড়ি কাটতে হবে ---
নিতাইখুড়ি বার-উপাসে আলতা পরিয়ে যায়,
মা-ঠাকুমার ফাটা পা খিলখিল হাসে।
হাজামত মানেই নিতাই।
নিতাইদের ক্ষুর-কাঁইচি-আলতা ও নরুণ।
আঘন এলেই মাগন।
এক শলি ধান, বস্তা ভরে না। মন উপচে পড়ে।
পার্বণী
আজ আগুইবিল থেকে হাতিঠাকুর এয়েছেন
রোগা ছানাপনাকে পায়ের পাঁজে শুইয়ে দাও,
গতর লাগবে।
যে চায়,তার বাচ্চাকে হাতির পিঠে চাপিয়ে নামিয়ে দেয় মাহুত।
কেউ কলাগাছ, কেউ আশদ ডাল ভেঙে উপহার দেয় ---
এখন আঘন মাস। গৈ-গেরামের ঘরে ঘরে ধান আদায়।
বস্তাভর্তি ধান মাহুত হাতির পিঠে তুলে নেয়।
আর "দে আশীর্বাদ" বললেই হাতিঠাকুরও শব্দ তোলেন :
-চ্ছ্যাঁ ---
***************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন