বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কৃষ্ণেন্দু কুইলি

 




হেমন্ত এসে গেছে

কৃষ্ণেন্দু কুইলি


সবুজ ধানের ক্ষেত, শিশিরে ভিজেছে ঘাস
হেমন্ত এসে গেছে - এখন কাতিক মাস ,
বৃষ্টির লেনাদেনা চুকে শোধবোধ ;
ধরিত্রী আঁচলে ধরা হিমানী শুকায় রোদ ৷

ফিকে হয়ে গেছে বেলা , বনানী সবুজ পাতা
বিবর্ণ হলুদ তৃন ভূমিতে লুটায়ে মাথা ৷
সরষের ক্ষেতে জমে হলুদ রেনুর আবির
প্রজাপতি ভোমরা যেথা করিয়াছে ভিড় ৷

স্বল্পায়ু দীঘল বেলা দ্রুত চলে যায় ,
হেমন্তের দিনগুলি বাংলার পাড়াগাঁয় ৷
বাতাস হয়েছে ভারী লেগেছে শীতের পরশ
শিউলির হাঁড়িতে জমে খেজুরের রস ৷

দালানে পড়েছে ছোপ গৃহস্থের কুঁড়ে ঘরে
লক্ষ্মীর ছোঁয়ায় ভরা মস্ত দালান জুড়ে ৷
সুবাস ছড়াতেছে ক্ষেতের সোনালী ধান
নবান্ন এসে গেছে , ক'দিন পরেই অঘ্রান ৷

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন