তুষার ভট্টাচার্য * দুটি কবিতা
নরকের উত্তাপ
প্রতিটি দুঃখ রাত্তির দর্পণে ভেসে ওঠে
জোনাকি হলুদ নক্ষত্রের আলো ;
বিজন স্মৃতির ভিতরে রূপকথা গল্পের শব্দেরা উড়ে এসে নীরবে কথা বলে ;
প্রতিটি জন্মের আঁতুড় ঘরে লেগে থাকে
পুঁতি গন্ধময় নরকের উত্তাপ ;
তবু এই মানবজমিনজুড়ে রৌদ্র চন্দনের
সুবাসমাখা
ভালবাসার গোপন জন্ম রহস্য খুঁজে যায় স্বপ্নসন্ধানী বাউল প্রেমিক l
কথা ছিল
অথচ কথা ছিল একদিন ভালবাসার স্মৃতির অক্ষর নিয়ে হেমন্তের নিঃসঙ্গ
ডাকহরকরার মতো চলে যাব
তোমার নিরালা দুয়ারে ;
অভিমান ভুলে
সন্ধিপত্রে লিখে দেব বন্ধুতার সংলাপ ;
কথা ছিল একদিন ..... l
*******************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন