শেষ লাইন
অরূপ দত্ত
শেষ লাইনটা কেটে গেলে
একটি অলৌকিক ঘুড়ির মতো,
কবিতাটিও কেটে যায়।
তারপর হাল্কা বৃষ্টি ও মিষ্টি গন্ধে
মন ভরে যায় বটে,
কিন্তু বিকেলের ঘুড়ি আর ওড়ে না।
একটি বাচ্চা ছেলের
পুরুষে পৌঁছতে না পারার বেদনা,
শেষ লাইন'টিতেই নিহিত থাকে সম্ভবত।
****************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন