অর্ঘ্য নাথ * দুটি কবিতা
চায়না পিসি ১
আমি চায়না পিসির ভক্ত ছিলাম
চায়না পিসি আমার
একটা ফাঁকা জমি
সুড়ঙ্গের মত ভিত তৈরি শুরু হল
বাড়ি হবে নতুন বাড়ি
সুড়ঙ্গে ঘুরলে ঘোর লেগে যায়
যেন অন্ধের আকাশপাখি চোখ
অতর্কিতে নৃশংস পেরেক
একটা ক্ষত প্রচুর রক্ত
পিসি আমায় কোলে জড়িয়ে ছোটে
দ্রুত ইনজেকশন দ্রুত যন্ত্রণা
পিসি যেন আমার আরেক মা
শুকনো মুখে চিন্তিত জল
ভারী সন্ধ্যায় আমার ক্ষতের কাছে ফিরে আসে
একে একে বন্ধ করে দেয়
সমস্ত ঠান্ডা সুড়ঙ্গের পথ
মন
.....
একটা ভুল
তোমায় পাহাড় থেকে নদীগর্ভে এনে ফেলে
তারপর তারপর তারপর
আর কোনো স্মৃতি নেই
তুমি ভাসছ যেমন নদীর জ্বর
গোপন পাথর এসে তোমায়
সদ্য প্রেমের কথা
মনে করায়
বিলুপ্ত মাছ ও রান্নাঘরে যৌনতা
মৃত হরিণের হাড়
চাকরি হারানোর সন্ধে
মনে করায় মনে করায়
নদী স্বার্থপর, পাহাড় - ও
যাকে মেঘ ভাবছ সেও
সবাই একসময় ঘরে ফেরে
শুধু স্রোতের পাশে
ভিড়ের থেকে দূরে
কোনো মমতাময়ী পাথরের কোলে
পড়ে থাকে তোমার ক্ষতবিক্ষত মন
**********************************************************************************
অর্ঘ্য নাথ
প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ
ঈশ্বরের আলো (পাতাবাহার)
অরণ্যগন্ধ ( রূপকথা)
নবীন লাইটহাউসের আলো
( পারস্পরিক)







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন