বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

শিশির আজম

 




শিশির আজম * দুটি কবিতা


অন্ধকার গ্রহের কাঁকড়া


বইয়ের ভিতর একটানা তাকিয়ে ছিল সে
আপন মাংসের গন্ধে আর সম্মোহনে সে অন্ধ
সে পড়ে না
গর্ভনিরোধক কবিতা

মেঘ তাকিয়ে ছিল তিন ঘন্টা
ইন্দ্রিয়ময়তা
বন জ্বলতে থাকে তিন সপ্তাহ
জুতোর পাহাড়

রোদ কমে এলে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে
হাজার হাজার মুখ
সে খোঁজে একটা মুখ
তার দরকার একটা মুখ

কোন পরাবাস্তবতা ছাড়াই টেবিলবাতিটার
খিদে পেয়েছে
নিজের শীষ
আরেবটু বাড়িয়ে নেয় সে






















বাসে


বাসে ভীড়েে ভেতর বুড়োটা বকবক করছিল ওর নাতনির সঙ্গে,
নাতনি ওকে ধমকাচ্ছিল বারবার, তুলোর ময়ূর বুকে জাপটে ধরে,
আবার খিলখিল করে হাসছিল।
ওপারের আন্দোলনের খবর এপারে যেভাবে আছড়ে পড়ে
বাসযাত্রীদের ভেতরও অবস্থাটা তেমন দাঁড়ালো।
আরেকটু হলেই মাঠের গঙ্গাফড়িং আমার পকেটে
ঢুকে পড়েছিল। আমি টলকে পড়ে যেতাম মেয়েটার হাসিতে
না বাসের ঝাঁকুনিতে?
কিন্তু দেখ টাল সামলে কন্ডাক্টরের অবজ্ঞা মাথায় নিয়ে দিব্যি এখন
দাঁড়িয়ে আছি,
জীবন সংগ্রাম আর শ্রেণিসংগ্রামের ভিতর মৌলিক
পার্থক্য কোথায়
ভুলে যাচ্ছি --
হাতলটা অতো নমনীয় ছিল না -- যেটা ধরে দাঁড়িয়ে আছি,
মানে ওটা যে হাতল
প্রাচ্যদেশীয় কোন বাদ্যযন্ত্র না, এ-ব্যপারে তো তোমরা নিশ্চিত,
না কি!






শিশির আজম

জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮  জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : এলাংগী, কোটচাঁদপুর ঝিনাইদহ -৭৩৩০
                     বাংলাদেশ
কাব্যগ্রন্থসমূহ : ছাই (২০০৫) দেয়ালে লেখা কবিতা (২০০৮) রাস্তার জোনাকি (২০১৩) ইবলিস (২০১৭)
চুপ (২০১৭) মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০) টি পোয়েট্রি (২০২০) সরকারি কবিতা (২০২১) হংকঙের মেয়েরা (২০২২) বিষ (২০২৩)
সম্পাদিত ছোটকাগজ : শিকড়  (৫ টি সংখ্যা প্রকাশিত)
সম্পাদিত কবিতার ভাঁজকাগজ : বাংলা (৩ টি সংখ্যা প্রকাশিত)
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন