প্রতিমা পাল * দুটি কবিতা
রত্নগর্ভা
রত্নগর্ভা সে
ইউএসজির রিপোর্টে বাচ্চার থলিতে জল নেই
ইট কাঠের ঘরে ফ্রিজ এসি
আহ্ কি আরাম!
বাতাসের মুখ ভার সূর্যদেব আরো লাল
রক্তে থ্যালাসেমিয়ার জীবাণু
প্রেসার হাই।
রত্নগর্ভা সে
আপাতত বাঁজা মুকুট মাথায়
ইউএসজির রিপোর্টে বাচ্চার থলিতে জল নেই
শস্য ফলাবে কেমন করে ?

অথচ
এ কবিতার জন্ম তীব্র খরায়
কলমে কালি নিভু নিভু
তবু ভীরু আঙুলের করুণ ছোঁয়ায় খই ফোটে।
হাঁড়ি ভর্তি চাল ডাল সর্ষে কুয়োতে জল
সবজির ডালায় মেলা বসেছে
আলমারিতে ঠাসা তাঁত
জামদানি বালুচরি।
পরনিন্দা পরচর্চায় মত্ত
সিন্দুকের হীরে চুনি পান্না
এ বলে আমায় দেখ ও বলে আমায়।
অথচ কিছু একটা বাড়ন্ত...
******************************************************************************
প্রতিমা পাল
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কবি প্রতিমা পাল একজন প্রাথমিক স্কুল শিক্ষিকা। শিক্ষকতা আর ঘর গেরস্থালি সামলে কবিতা পড়তে ভালোবাসেন। লিখতে ভালোবাসেন। শুধু কবিতা নয়,গল্প, উপন্যাস, প্রবন্ধ যেনো তাঁকে প্রাণ দিয়ে কাছে টানে। যখন যা দেখেন যা মনে আসে লেখেন। ভালোবাসেন নাচ গান। নাচতেও পারেন । কবির নিজের কথায় - "যেহেতু প্রাইমারীর শিক্ষিকা, ছোটো ছোটো কুঁড়িদের সাথে থাকতে থাকতে স্বভাবটা এক্কেবারে বাচ্চাদের মতো হয়ে গেছে জানার অবকাশ পাওয়ার আগেই.... , না আছে কোনো গুরুগম্ভীর ভাব না আছে গুরুগম্ভীর ভাষা। মাটির কাছাকাছি থেকে সোঁদা গন্ধ আঁকড়ে ধরার বীজ রক্তে মিশে গেছে।"


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন