বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ছন্দা দাম

 



ছন্দা দাম * দুটি কবিতা


মন পবনের নাও

                                    
     ওহে সুজন মাঝি তোমার মন পবনের নাও
ভিড়িয়ে কোথায় চলে গেলে কোন দূর দেশে
বৃক্ষছায়ার আঁধারে সে বসে এখনো এই আশায়
        তার পাল তুলে বৈঠা বাও গো তুমি এসে।
                                        
           ওগো মাঝি কতকাল সে যে আটকে পড়ে
                     সংসার শৈবাল দামের বাঁধনে,
           তার পালে দাও হাওয়া,তারে করো মুক্ত
  স্বাধীন করো তারে এগিয়ে নাও বৈঠায় টানে।।
                                         
ওগো মাঝি বৃক্ষেরা সেদিন করছিল কানাকানি...
 "কোথায় নাওয়ের ঘর,তার নাই কি আপন পর",
          নাওটা হাসছিল মনে মনে কেন জানি!
         ভাবছিল বুঝি কেবা আপন কে বা পর!
                                        
           নাওয়ের ও বুঝি ছিল প্রিয় এক মাঝি
             গাইতো ভাটিয়ালি গান প্রাণ ছোঁয়া,
            নাওয়ের প্রতি কাঠের জংধরা লোহায়
             থেকে গেছে মাঝির মায়াময় ছোঁয়া।।
                                     
              এই শ্যাওলা ধরা নাওয়ের গলুইয়ে..
            কতো হৃদয় দেয়া নেয়ার হয়েছে গল্প,
            সবি যে শুধুই প্রহেলিকা চোখের ধন্দ,
       শ্যাওলাধরা নাওটা বুঝে নিয়েছে অল্প স্বল্প।
                                      
       ওগো সুজন মাঝি তোমায় কি দোলায় না?
      তোমার ঐ ভিড়িয়ে রাখা নাওটির আকুতি!
             যুগ যুগান্তরে সে যে পথ চেয়ে বসে
 মুক্ত করো মিটিয়ে দিয়ে তার সব লাভ ক্ষতি।




    












মন দোতারা


                  মন দোতারায় দুটো তার 
              একটি সংসারী একটি যোগী,
           একটি কড়ায় গন্ডায় করে হিসেব,
        আবার একটি ছেড়ে ছুড়ে হয় বিবাগী।
কখনো.....
হিসেব নিকেশের নেই শেষ,পান থেকে চুন খসার নেই যে উপায়,
কখনো যেন সে উদাস বাউল ঘরছাড়া সুর বাজে হৃদয় দোতারায়।।
কখনো....
মাসকাবারি,বাসনকোসন,কড়াই,হাতা,বাটনাবাটামশলামোছা শাড়ির আঁচল,চুরির ভয়ে খিল আঁটা
কখনো আবার বসে থাকি জানালায়
                    নেই খেয়াল সন্ধ্যে হয়ে যায়,
তুলসীতলায় আঁধার ঘনায়,হিমেরপরশ লাগে গায়।

        কবিতার খাতায় আঁকিবুঁকি করি
             দূর দিগন্তের নীল নকশা,
           কতবার লিখি কতবার ছিঁড়ি 
          জীবন কাব্যের অচীন খসড়া।
কখনো দুটো চোখ,রামধনুর রঙের খেলায় মাতে,
ক্যানভাসেতে তুলির ছোঁয়ায়,জীবনের নানা রঙ আঁকে। 
            কখনো দুচোখের তারায় ভাসে 
          অজানা পৃথিবীর অধরা সামিয়ানা,
                   অশ্রুধারায় বুক ভাসিয়ে 
       জীবনের কাঁধে চড়ে মৃত্যুর আনাগোনা।।
কখনো....
আকাশ পানে চেয়ে চেয়ে,মেঘেদের সাথে যেন শিশু হয়ে যাই,
পৌঁছে যাই আমি বৃষ্টির রাজ্যে,পঙ্খীরাজের নীল ঘোড়ায়।
আবার কখনো......
                ঝাঁপসা হওয়া চোখের কাঁচে
              পৃথিবীটা যেন ঘোলাটে দেখি,
            রূপালী চুল আর স্নায়ুর জড়তায়
              ডানা ভেঙ্গে পড়ে স্বপ্নের পাখি।
মন দোতারার একটি তার ফাগুনের রঙে রাঙায় নিজেরে,
আরেকটি তার কেঁদে বলে,দিনতো গেল সন্ধ্যা হলো
                         পার করো আমারে।।













*********************************************************************************************



ছন্দা দাম

আসাম রাজ্যের শ্রীভূমি জেলার বাসিন্দা ছন্দা দাম। প্রাথমিক বিদ্যালয়ে চাকুরিরতা। কবিতা,গল্প ,প্রবন্ধ লিখতে ভালোবাসেন । অবসর সময় আঁকাআঁকি করা  পছন্দ । অনেক কবিতা, গল্প এখন পর্যন্ত অনেক পত্রিকা ,সংকলন ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলায়। "আমি অগ্নিস্নাতা" ও "ঝরা কথাদের সিম্ফনি এবং নীলাঞ্জন"





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন