নশ্বর শীতকালে
শীলা দাশ
ঘাপটি মেরে বসে আছে কচু পাতার নিচে
শীতের হিম আঁধার এই নেমে এলো বলে।
নিম গাছের ডালে বসে থাকা সোহাগী
কাঠবিড়ালি চুপিচুপি আড়মোড়া ভাঙছে।
বিকেলের মরা রোদে শিরশিরে ঠাণ্ডা এই
শীত পৃথিবীর মাঝে উপুড় হয়ে পড়ল।
ওগো নশ্বর শীতকাল কবে যে তুমি চুপ
করে উড়ে চলে যাবে কেউ টের পাবে না।
অদেখা কণিকারা ওড়ে,উড়ে চলে ঝরে
পড়া মুকুলের রেনু।মৌমাছির ছোট ছোট
খোপে রসমঞ্জরী। ছোট ছোট ঝাঁকড়া মাথায়
খেজুর গাছের গলায় ঝুলে থাকে
রসের ভিয়ান। নিশুতি রাতে চাঁদের গায়ে
আবছা ছায়া। ঘরের কাঁথা কানি গুলি
শেষ রাতে কি হিমশীতল!
যখন পশ্চিমের মসজিদে আজান ওঠে
শীত তখন আরো গাঢ় হয়ে চেপে বসে।
কুয়াশার উড়নিতে ঢেকে যায় লজ্জাবতী চাঁদ।
মাথার ওপর টিনের চারচালায় টুপ টুপ করে
পড়ে শিশির বৃষ্টি নামে অঝোরে
এ সময়ে নিভানো হারিকেনের আলো
উসকে দিয়ে গরম কাপড়ের তাপ গায়ে
কি আরাম জল শীতল বিছানায়।
জোছনা গড়িয়ে বাঁধের ঢাল বেয়ে একটু
পরেই নেমে যাবে নদীর জলে। তারপরেই
আকাশ টা ক্রমশ কুয়াশার চাদর থেকে
বেরিয়ে গোলাপী পোশাকে সেজে উঠবে।
******************************************************************************************
শীলা দাশ
জন্ম ৪ জানুয়ারি ১৯৫২,বারাসাত
পিতৃভূমি বাংলাদেশ
শিক্ষা এম এ বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়
অবসরপ্রাপ্ত রাজ্যসরকারি কর্মচারী
নিবাস বারাকপুর
পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাসহ কলকাতার
কিছু বিখ্যাত সাহিত্য পত্রিকাতে নানা কাব্যসংকলনে কবিতা প্রকাশিত হচ্ছে।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
গাঢ় নীল অন্ধকারে * সময় ফুরোবার আগেই * রোদ মেলেছে পা * বিস্মরণে ২৫শে বৈশাখ * নাম দিলাম প্রত্যয় * সেদিন সূর্যাস্তে *পৃথিবীর বয়সিনী মেয়ে* প্রেমকাব্য ও সনেটগুচ্ছ * বইমেলায় প্রকাশিত-- নির্বাচিত কবিতা



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন