সন্দীপন গঙ্গোপাধ্যায় / দু'টি কবিতা
উঠে দাঁড়াও স্বপ্ন
স্বপ্নগুলো পুড়ে যাচ্ছে
কোনো এক অলীক আগুনে
বারান্দায় বসে জীর্ণ হচ্ছে বয়স
কিছু শিমূল তুলো ওড়ে উদ্দেশ্যহীন বাতাসে।
জলের গন্ধ শুঁকে রহমত মিঞা
বলতে পারতো জোয়ার ভাঁটা,
চাঁদের অপেক্ষা না করেই
অথচ বাড়িতে পোয়াতি বউয়ের
যোণি ছিঁড়ে গেলে
মৃত্যুর গন্ধ তাঁর নাকে আসে না ।
আজ সে দৃষ্টিহীন
স্বপ্ন দেখার চোখ হারিয়ে গেছে ।
জেলখানায় বসে স্বপ্ন দেখত যারা
দু'হাঁটুতে থুতনি রেখে
শক্ত চোয়াল শক্ত করে
দেয়ালে লিখে রাখতো ইতিহাস
তাদের দু'চোখে সাদা পৃষ্ঠা
এখন হেসে লুটিয়ে পরে ।
আজ যারা হেঁটে যাচ্ছে স্বপ্নের সাথে
তাদের যাত্রা শুভ হোক
বসন্তের পলাশে ।
অপেক্ষা
কেউ কি হেঁটে গেল
শুকনো পাতার উপর
মর্মর ধ্বনি বাজে বুকে ।
কুহেলিকায় ঢাকা প্রচ্ছদ
ভেতরে নারীর অবয়ব
অবিকল নারীর মতো উচ্ছ্বাস
ঝরনার ক্রমাগত চূর্ণবিচূর্ণ জলধারা
সব কিছু ঢেকে যায় ।
কেউ কি হেঁটে গেল
মনের ভেতর দিয়ে !
দিন শেষে ছায়া দীর্ঘ হয়
আর আমি
সময় কেটে যাই
ফেরার অপেক্ষায়
ক্যালেন্ডারের পাতায় ।
************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন