সিদ্ধিদাতা-সীরিজ / শ্রীদাম কুমার
১.
সিদ্ধিদাতা, কেন হলুদ গাঁদার গন্ধের বদলে
দিতে চাও অদৃশ্য বারুদ বারুদ গন্ধ?
তোমার বাঁশি নেচে চলে চোরা চাহনিতে
যদিও বাঁশিকে অসি করো নি কখনো
অসি ধরার আস্ফালন দেখাও বারবার
তোমার ঐ হাতের তুমুল ইশারায়...
২.
সিদ্ধিদাতা, বজ্রমুঠির সিদ্ধহস্তে
ছিটকে দিতে চাও আমাকে দূর দিগন্তে
ছিটকে দিতে চাও তোমার গান্ডীব টংকারে
ছিটকে দিতে চাও মৃত্যুর নিশ্চিহ্ন আবর্তে
তোমার পায়ের পাশে পাশে
ভয়ে ভয়ে চলি নেংটি ইঁদুরের মতো
ল্যাজে তুলে আছাড় দেবে,কি দূরে ছুঁড়ে দেবে
তার ঠিক নেই। তোমার লম্বোদর অদৃশ্য
লাড্ডু-বিলাসী ---- অষ্টোত্তর শত বৈভবে
প্রণামের অছিলায়। তুমুল শিহরণকারী
পরিমন্ডল প্রিয়তার ঘোরে....
৩.
সিদ্ধিদাতা তোমার সাধের কুঞ্জছায়ায়
মুখ আর মুখোশের ভাঁজে ভাঁজে
লুকানো বারুদ গন্ধ। বুক নিংড়ানো ধন-যা
তা-ই নিয়ে লোফালুফি মস্করা দেদার...
পাঁজর-চেরা বাতাস বইয়ে দাও
ভৈরব হুংকারে
বিরূপাক্ষ হাসি হাস অমলিন।
৪.
সিদ্ধিদাতা তোমার কয়েকটা কলম,
নিবভাঙা হেঁটে যায় গুটিগুটি
নীলকুঠির দিকে। কী অমোঘ ইশারা,
তুমুল ডাকছে তাদের...
************************************************************************************************
জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩ ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন