রবিবার, ১৪ আগস্ট, ২০২২

অনুবাদ কবিতা * সুধাংশুরঞ্জন সাহা


কবি Seamus Heaney সিমাস হিনি-র কবিতা


অনুবাদ : সুধাংশুরঞ্জন সাহা

----------------------------------------

কবি সিমাস হিনি (Seamus Heaney)-র জন্ম উত্তর আয়ারল্যান্ডে । ১৯৩৯ সালে। তিনি একজন আইরিশ কবি। প্রথম জীবনে ফ্রীলান্স লেখালেখি ও প্রচারের কাজে যুক্ত ছিলেন, পরে অধ্যাপনা । বহু পুরস্কারে সম্মানিত । কবিতার জন্য পেয়েছেন Whit bread book of the year award ১৯৮৭ এবং ১৯৯৬ সালে এবং সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯৯৫ সালে। তাঁর লেখায় বিশেষভাবে উঠে এসেছে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচার । তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-- Death of a Naturalist(1966), Wintering out(1972), The Haw Lantern (1987) বিশেষভাবে উল্লেখযোগ্য । নোবেল জয়ী এই কবি ২০১৩ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন



কন্ঠপ্রতিভা

---------------


শেষ গ্রীষ্মের মধ্যরাত।

আমি অনুভব করলাম ধাতু গলানো উত্তাপ।

হোটেলে, আমার জানালার পাশে, গাড়ি পার্কিংয়ের জায়গা।

আমি শ্বাস নিচ্ছিলাম বিচ্ছিন্ন লেকের কর্দমাক্ত, উদাসীন রাতের।

আর দেখছিলাম ডিস্কোঠেক ফেরৎ

ভিড়েঠাসা অল্পবয়সী ছেলেমেয়েদের।


তাদের উচ্চস্বর ছিল নিবিড় এবং আরামদায়ক।


প্রেরিত মিঠে জলের মাছের ভোজ্যসামগ্রী ছিল

তৈলাক্ত বুদবুদের মতো।

সেই সান্ধ গোধূলি ছিল চটচটে মিঠে জলের মাছে ভরপুর।

এঁটেল মাটির কারণে এগুলোকে বলা হতো 'ডাক্তার মাছ'।

বলা হতো মাছের ক্ষত সারানোর জন্য এই মাছ,

যা আমাদের আবেগপীড়িত করেছিল।


সাদা পোশাক পরিহিত একটি মেয়ে

আমার প্রণয় প্রার্থনা করেছিল গাড়ির ভিড় থেকে।

তার কন্ঠস্বরে ছিল মৌমাছির গুনগুন,

যা হাসির খোরাক জুগিয়েছিল।

আমার মনে হয়েছিল দীর্ঘদিনের পুরনো বল্লমের কালশিটে দাগ।

আমি ভাসতে চেয়েছিলাম নরম উচ্চারণে ভরা জীবন ছুঁয়ে।











ব্রোয়াঘ

----------


নদীতটে জাহাজের লম্বা রজ্জু

শেষ হচ্ছে চওড়া জাহাজঘাটে,

এবং শামিয়ানার গদি বিস্তৃত ছিল

পায়ে হাঁটা রাস্তা অব্দি।


এক পশলা বৃষ্টির পর গোড়ালিতে

 ইংরেজি ও-অক্ষরের কালোচিহ্ন এঁকে দেয়ার মতো

বাগানের কাঠামোকে সহজেই থেঁতলানো সম্ভব ছিল।


ব্রোয়াঘে ঝোড়ো বাতাসে

গ্রাম্য গাছপালা এবং রেউচিনি পাতায় পাতায়

অগভীর উল্কি আঁকা প্রায় শেষ।


আচমকা শেষের মতোই

অপরিচিত লোকের কাছে

খুব কঠিন ছিল এই পরিস্থিতি সামলানো।


(নোট : ব্রোয়াঘ একটি স্থানের নাম)


***********************************************************************************

 


সুধাংশুরঞ্জন সাহা

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০  ইত্যাদি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন