সোমনাথ বেনিয়া / দু'টি কবিতা
বিনীত অনুরোধ
এই কাহিনির কথা ছড়িয়ে গেলে ঝিরঝিরে বৃষ্টি হয়
উঠে আসে কিছু পরিত্যক্ত রাতের কথা
ওখানে সংশয়ের ভাঁজে শ্যাওলা জমে থাকে
তাই হয়তো ছিটকে যাওয়ার আহ্বান মাইলস্টোন ...
সবটা যে বলা হয়েছিল এমন নয়
ভেসে থাকা মনের কার্নিসে জন্মেছিল ভুলের অশ্বত্থ
পাতা থেকে চুয়ে পড়ে বিকেলের ভ্রান্তিকর রোদ
ঘৃণা নেই, মুখ ফিরিয়ে নেওয়ার ঈশান কোণ ছিল
সম্মিলিত হতাশার ঘুড়ি উড়তো দিগন্তের কোমর ছুঁয়ে
যথেষ্ট কারণ দেখিয়ে কোনো বারণ আসেনি
পায়ের উপর পা ফেলার সূত্রে বিনীত অনুরোধ ছিল
প্রেমের শিরোনামে নক্ষত্র-প্রদীপ-জোনাকি অখণ্ড আলো
চুমুক
নক্ষত্র ভিজে গেলে জোনাকি শোক প্রকাশ করে
তখন রাতের ভাষার পাহাড়ে ফোটে ফুল
চিঠির ঠিকানায় বাসা বাঁধে ভুল বানানের বুদ্বুদ
শস্যদানার পাশে ঘুমিয়ে থাকে মেঠো ইঁদুরের ক্লান্তি
কৃষকের ঘামের উপর জ্যোৎস্না নামে রূপকথা হয়ে
দূরবীনের ভিতরে বীজের স্বপ্নকথা জেগে থাকে
যেন এক চিরন্তন সত্য কাঁটাতারে আটকে আছে ...
অবিরাম খুলে যায় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক অঞ্চল
রান্নাঘরের চৌকাঠে আগুন এসে দাঁড়ায় নির্মম
এক প্রকাণ্ড খিদে পরবর্তী সিলেবাস হতে চায়
আঙুলের ভিতর থেকে সমাধান উঠে আসে
কষ্টের অকাল বংশবৃদ্ধি ঘটে নদীর মোহনায়
ঠোঁটে একটি সম্মোহিত চুমুক কার অপেক্ষায় থাকে
********************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন