তনুজা চক্রবর্তী / দু'টি কবিতা
অমল হীরে
আজকে কেমন
বৃষ্টি হল
তোদের পাড়ায়?
আমার পাড়ায়
বাঁধালো এক
কেলেঙ্কারি !
এমন করে
নামল হঠাৎ,
দেখলে যে কেউ
বলত তাকে ,
রাগের বশে
ছন্দ ভুলে
ঝড়ের সঙ্গে
নাচল খানিক
এলোপাথাড়ি।
রাজকন্যার
হীরের মালা
এদিকওদিক
গাছের মাথায়
টিনের চালে
পড়লো ছিঁড়ে,
কোঁচড় ভরে
কুড়োল সবাই ,
ঘটল সে এক
কাণ্ড বটে,
ছুটছে সবাই
তুলছে খুঁটে--
দু-হাত ভরে
অমল হীরে।
চাষ করি
নষ্ট সময়,
তবু কষ্ট করে শব্দ চাষ করি---
রুগ্ন ফসল মাঠেই শুকোয়
তাকিয়ে আকাশ পানে।
ভিজবে আবার শ্রাবণ এলে
পুড়বে কাম জ্বরে---
শব্দ তখন নতুন করে
বীজ বুনবে আবার,
দিন বদলে মাস আসবে
বছর যাবে কেটে---
ডাক আসবে একদিন ঠিক
ওপারেতে যাবার।
******************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন