রবিবার, ১৪ আগস্ট, ২০২২

মল্লিকা রায়

 



মল্লিকা রায় / দু'টি কবিতা

পরপুরুষ


মিটিংয়ে প্রথম দেখা

মিছিলের শ্লোগানেও ফেটি বাধা

হরেক দাবীতে, লোকটা

সাঙ্ঘাতিক পথে পথে তেরঙ্গা বেছায়

ধর্মে ব্যাসার্ধ রেখে দেয় -

উঠে যায় ধূম আওয়াজ ভূখা রুটি

সংক্রমণ হলে। শুল্কের ব্যাজ এঁটে

শুয়ে থাকে মেঠো আগাছায় -

আমাদের কোঠা থাকে

হরেক আবাহন , রাত্রযামের

লোকটা গড়ায় , হাসে হা হা মুহব্বত এলে !

মাসিও তেমনি ট্রিপল স্কোয়াডে

ধরে নেয় ফচ্কেমি , ওয়ালেট খুলে ।

লোকটা ভিরমি খায় , হেসে কেঁদে

বলে দেয় - দানে - ধ্যানে , ধন্য জীবন






 




শিষ্টের দমন

দুষ্ট ধমনী, দখল শেষের ঐতিহ্য নিয়ে

নেমে পড়েছে গোটা দল

কেউ কোন স্মারক রাখেনি - অবশিষ্ট

দৌঁড়ে মাথা নোয়াতে হয়

নিকষ কালে, প্রতিবাদ কিংবা

স্বরাজের জন্য নয়, জিইয়ে রাখা

ধমনীর পুরুষ্ট কোষে

নালিশ নেই কোন

শষ্যহীন গোলায় বৈদেশিক লুট

ঝোলানো রয়েছে প্রাদেশিক শবদেহ

তাতে ইরাবতীর ঝালর,

প্রাত্যিক পচন থেকে উন্মাদনা করে কেউ

মঞ্চ টঞ্চ সাজিয়ে, কাঁদে একদল

ধমনীর মৃত্যু দেখে ! ঠায় দাঁড়িয়ে

বদলায় না সময়টা

বৈঠক শেষে কোষাগার ফাঁক হয়

চাতুর্যের কেরামতি দেখে লাফিয়ে বাড়ে

শ্রীমন্তের বৈঠকী দাবা, ছেদনের জাল

এঘর ওঘরেই স্বদেশ বিদেশ

নিয়ে যুদ্ধের খেলা খেলে দুষ্টের ধরিবাজ,

তখনও প্রান্তে কার্তুজ কালো ধোঁওয়াা-


পাশেই ফেস্টুন হাতে তৃতীয় বিশ্বের আঁওয়াজ

" চলছে , চলবে - চলছে , চলবে - "


*****************************************************************************************************



মল্লিকা রায় 

এ পর্যন্ত দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। অনলাইনেই বেশিরভাগ লেখালেখিতে অভ্যস্ত। বারাসাত উত্তর চব্বিশ পরগণার স্থায়ী বাসিন্দা। বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত। পদক্ষেপ" সাহিত্য পত্রিকার সম্পাদিকা। গল্প,কবিতা,উপন্যাস ইত্যাদি লেখায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন । এ যাবৎ তিনটি বই প্রকাশিত হয়েছে (1) ভালোবাসা (কবিতা সংকলন ) 2018  (2) উন্মেষ (কবিতা সংকলন ) 2006 
(3) একের মধ্যে তিন (তিনটি উপন্যাস ) 2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন