রবিবার, ১৪ আগস্ট, ২০২২

গৌতম রায়



গৌতম রায় / দু'টি কবিতা 

পূনর্জন্ম 


এখন অম্বুবাচী 

যত বদ রক্তের নদী বয়ে যায় 

প্রতিকূল স্রোতে ভিজে হেজে যাচ্ছে মাটি

বাবার কর্ষণের লাঙ্গল বিশ্রামে আছে 

তিনি জানেন, অভিজ্ঞ ধরিত্রীও জানেন 

নদী থেকে স্বচ্ছ জলসন্তান পেতে গেলে 

মার্বেল লেক খুঁড়ে সঞ্চয়ের জন্য ধীর ও ধৈর্যের প্রতীক্ষা অর্জন করতে হয়। 


বাবার সাধনা এখন চেয়ে আছে উচ্চতায় উঠে আসা জল গভীরের দিকে 

লাঙ্গলের ফলকে পৃথিবীর আদিতম অথচ অনাদি সংগ্রাম 

লেহনে লেহনে পথ হয় সুগম 

কে জয়ী হবে বাবা না মা অথবা দুজনেই ? 

পৃথিবীর অনাদি সংগ্রামের ফল 

আমি দাঁড়িয়ে আছি সমকোণে অসিঘাট 

অথবা ব্রহ্মপুত্রের পাড়ে 

হাতের ল্যাপটপ শঙ্খমুদ্রায় একটি দুর্লভ প্রতীক্ষায় 

বহমান জল থেকে উঠে আসা তিলোত্তমা 

হত্যা করো আমার শম্ভু নিশুম্ভ 

দাও দেবত্বের পুনর্জনম।








আমার অবগাহন 

 লঘু চটুল রিলসে থেমে যাচ্ছে এষণা 

উগ্র নগ্নতার জাদুতে থেমে যাচ্ছে দহনের আবেশ 

পর্ণমোচীর হলুদপাতায় ঝরে ঝরে যাচ্ছে সময় এখন রোজ রোজ 

দরজা খোলে শীতকাল

 

তবু ভাবছি এগোতে হবে 

বৃহৎ সম্মোহনের দিকে 

জাগতিক গতি ছিন্ন করে 

মহাজাগতিকের দিকে দূরত্ব কমলে 

কত তারার আত্মপ্রকাশ  

তাদের সন্ন্যাসী আলোয় আমার অবগাহন ।


*******************************************************************************************



গৌতম রায় 

জন্ম ৬ই সেপ্টেম্বর, ১৯৬৪ পুরুলিয়ায়। বাবা, জলধর রায়। মা ,মলিনা রায়।
পেশা শিক্ষকতা।
নেশাঃ ভালোবেসে কবিতা চর্চা। ভালোবাসেন কবিতার বাঁক। কবিতায় আবহমান ও প্রবহমানকে সম্মান জানিয়ে ধারামুক্তির নিরন্তর প্রয়াসী ।
 গ্রন্থ তালিকা ঃ
নাম              প্রকাশক       প্রকাশকাল
১. চৈতন্যভূমিতে / আশাবরী, পুরুলিয়া   / ২০০৭
২. কালের প্রতিমা / আশাবরী, পুরুলিয়া / ২০০৮
৩.উষ্ণতায় আহত আলো / প্রিয়শিল্প প্রকাশন, কলকাতা / ২০০৯
৪.নয়নতারা অনুশীলন / প্রিয়শিল্প প্রকাশন , কলকাতা / ২০১০
৫. শুভদার মাদল / পত্রলেখা, কলকাতা / ২০১১
৬.চোখের পা / কবিতা ক‍্যাম্পাস, কলকাতা / ২০১৩
৭.জল সিন্থেসাইজার / পাঠক, কলকাতা /১৯১৬
৮. স্থাপত্য স্টেশন / পাঠক, কলকাতা/ ২০১৯
৯. বকখালি মডেল / চিরন্তন প্রকাশনী, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগণা / ২০১৯
১০. ধরে রাখি পারাবত নিশান / কবিতা আশ্রম, উত্তর চব্বিশ পরগণা / ২০২১
১১. ড্রোনদৃষ্টি / পাঠক, ৩৬, কলেজ রো,কলকাতা-৭০০০০৯ /২০২১(প্রকাশের পথে )।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন