শনিবার, ১৩ আগস্ট, ২০২২

ঈশিতা পাল



ঈশিতা পাল 
/ দু'টি কবিতা 

কবিতা হয়ে জন্ম নিই


অনেক যত্ন করেও স্বর্গের নন্দনকানন বানাতে পারিনি-

যখন সব চেষ্টা বিফলে যায়,

যখন আজন্মলালিত তাসের ঘর ভেঙে পড়ে,

তখন ধ্বংসস্তুপে আমি কবিতা হয়ে জন্ম নিই।

তখন আমি নাম না জানা ফুলের গাছ,

যার মূলে কত দীর্ঘশ্বাস,কান্না-

বুকভাসানো চোখের জলে তাকে বাঁচিয়ে তুলি রোজ।

কত কবিতা লিখতে চাই,ছন্দ আসেনা

জীবনযন্ত্রণায় পিষে আজ আমি গদ্যকবিতা-

ভাবনারা রোজ ডালপালা মেলে দেয়,

ছোট নাম না জানা ফুলের গাছটা বড় হয়,

আর আমি রোজ কবিতা হয়ে জন্ম নিই।











দাঁড়াবার জায়গা নেই


ঠাঁই নেই,আমার কোথাও ঠাঁই নেই

জঞ্জাল পৃথিবীতে দাঁড়াবার একটু জায়গা নেই-

খোলা মাঠঘাট ভরে গেছে আজ কংক্রীটে,

অট্টালিকার ভিড়ে দেখিনা সূয্যি গেলে পাটে।

কুয়াশায় ঢাকা সকালের নীল আকাশ,

ফুসফুসে আজ আসেনা টাটকা বাতাস-

আজ আত্মীয়ের থেকে  আছি অনেক দূরে,

হারানো ছেলেবেলা খায় রোজ কুড়ে কুড়ে।

সকাল থেকে রাত মেপে মেপে কথা বলা,

এখন জীবন মানেই নানাবিধ ছলাকলা-

হাঁটিনা কতদিন খোলা মাঠে প্রাণ ভরে,

স্বপ্নরা মুখ লুকিয়ে বদ্ধ মনের ঘরে।


**********************************************************************************************



ঈশিতা পাল

জন্ম পশ্চিমবঙ্গের হুগলী জেলায়। দীর্ঘ ১০ বছর ব্যাঙ্গালুরু নিবাসী। বিভিন্ন ধরনের পড়ার নেশা ছোট থেকেই। লেখালেখি করছেন বছর দুই হল। বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায়   ঈশিতার লেখা কবিতা ও গল্প প্রকাশ পেয়েছে। সাহিত্যজগতে একেবারেই নবীন। তবে ভবিষ্যতে নিজের কবিতা ও গল্পের বই প্রকাশের স্বপ্ন দেখেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন