শনিবার, ১৩ আগস্ট, ২০২২

স্মৃতি শেখর মিত্র


স্মৃতি শেখর মিত্র 
/ দু'টি কবিতা

অন্তিম যাত্রা


অন্তিম যাত্রা এসো বন্ধু

কাঁধ দাও চতুষ্কোণের একটি কোণে

তোমার প্রেমে যে চিরদিন মজে ছিল

তাঁর আত্মার শান্তির জন্য

এ যাত্রায় তোমার ভালবাসার সুবাসিত

কুসুম অঞ্জলি ভরে ছড়িয়ে দিও শিয়রে তাহার।


তোমার পথ চেয়ে কত রজনী কাবার করেছে

তুমি তার হদিসও রাখোনি।জানি আমি তার

ক্লান্ত হৃদয়ের খবরে তোমার কিছুই এসে যেত না

তবু হতভাগী চিরদিন তোমার স্পর্শের আশায়

রাতের পর রাত জেগেছে। একমাত্র ঈশ্বর তার

সাক্ষী রয়েছেন। এই অন্তিম যাত্রায় তার ওষ্ঠে

একবার আঙ্গুল ছোঁয়াও। আত্মার শান্তির জন্য

এটুকু ভালবাসা তার অবশ্যই প্রাপ্য ছিল।












পরাণ মাঝি


পরাণ মাঝির নৌকায় আমি চড়িনি কখনও।

কতবার ইশারায় দৃষ্টি আকর্ষণ করেছি তার

"এসো বন্ধু!আমায় নিয়ে যাও ঐ পারে"

আমার ডাক পৌঁছায়নি তার কানে

পরাণ মাঝির ভালবাসা তাই অধরাই রয়ে গেল।

পরাণ মাঝির নৌকায় চড়তে গেলে চাই সামান্য

একটু ভক্তি ও বিশ্বাস । হয়তো আমার সেই

পারানীটুকুও দেওয়ার সাধ্য নেই। 

তাই আমি তার ভালবাসা থেকে বঞ্চিত রয়ে গেলাম।

আমার আর জ্যোতির্ময়ী আনন্দে ডুব দেওয়া

হলো না।


********************************************************************************



স্মৃতি শেখর মিত্র

জন্ম বিহারের (বর্তমান ঝাড়খন্ড)ধানবাদ জেলা অন্তর্গত হরিলাডি কলিয়ারী।
পৈতৃক নিবাস পুরুলিয়া জেলার পুঞ্চা থানার রাসুডি
গ্ৰামে। প্রথাগত লেখাপড়ার
সমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে।
প্রথম লেখা কবিতা প্রকাশিত হয় ১৯৭৫ সালে কোলকাতার
কণ্ঠস্বর পত্রিকায়। এছাড়া বিভিন্ন জেলার পত্র পত্রিকায়
কবিতা,গল্প ইত্যাদি প্রকাশিত হয়েছে। জীবনের নানান ওঠাপড়ায় একনাগাড়ে সাহিত্য চর্চা করা হয়ে ওঠেনি।
কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা থেকে অবসর গ্ৰহণের পর আসানসোল শহরে বসবাস। কবির একমাত্র কবিতা গ্ৰন্থ 'বালিয়াড়ি' ।
প্রিয় কবি জীবনানন্দ দাশ।
প্রিয় লেখক অতীন বন্দ্যোপাধ্যায়, ও কালকূট।
রবীন্দ্রনাথ ঠাকুরের গান
অত্যন্ত প্রিয়। এছাড়াও
ওস্তাদ বিসমিল্লাহ খাঁয়ের
সানাই বাদন খুব ভালো লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন