গৌতম পাত্র / দু'টি কবিতা
নদীর গল্প
নদীও ভাঙে। খায় কিনার বাগলী
আমি জেগে থাকি ঠিকানা বিহীন
বৃষ্টি ছুয়ে যায় নদীর গতিপথ
তবু মন শুয়ে থাকে নদীর বুকে।
নদী ভাঙে গড়ে ও
এপার ওপার চেয়ে থাকে আলোর সুখে।
সুখ দুঃখের গল্প
সুখের ধাপগুলো ভাসিয়ে দিই জলে
আশ্চর্য সেগুলো অনাবিল আনন্দে ভেসেও যায়
অথচ দুখের সিড়ি গুলো
যতবারই ঝেড়ে ফেলতে যাই
ততবারই তত্ত্বের মতো
লেপ্টে থাকে আমার মনে।
এখন সৌরমণ্ডল দূর আকাশে
সুখ দুঃখের গল্পে
সামতলিক লাঠিই হয়ে যায় ইতিবৃত্ত।
*****************************************************************************************
গৌতম পাত্র
বালিসাই পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। জন্ম : ২ জানুয়ারি ১৯৬৫ । বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। দুটি কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। আত্মহত্যার শেষ সময় (২০০৬) এবং দৃশ্যপট ( ২০১৬) এছাড়া ' শব্দরেণু ' নামে একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন