হামিদুল ইসলাম / দু'টি কবিতা
উৎসব
শাদা থানের পাড়ে
কখনো বাঁধভাঙা অশ্রু নামে
ভিজে যায় বেআব্রু শহর ।।
নিরিবিলি হাজার কথা জমে ওঠে
কথাঘরে
তোমার অবাধ্য ঠোঁটে এঁকে দিই রাতের সংলাপ
বিধুর উৎসব ।।
সময়
হাতের সময় পকেটে পুরি
পকেট থেকে সময় গড়িয়ে যায়
ঠিক হাইড এ্যাণ্ড সিক
বেলা পড়ে আসে
আমিও সময়ের মতো গড়িয়ে পড়ি বিছানায়
তারপর হারিয়ে যাই
হারানো পালানো জীবন এখন
*******************************************************************************************
হামিদুল ইসলাম
জন্ম 1955 সালে। দক্ষিণ দিনাজপুর জেলার ভোঁওর গ্রামে। আর্থিক সঙ্কটে পড়াশোনা বেশিদূর এগোয় নি। লেখালেখি করি। পত্রিকায় দিই। এক আধটা কাব্য বেরোবার পথে। এখন যবৎ বাঁচি তবৎ লিখি।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন