অর্ঘ্য নাথ * দু'টি কবিতা
ফিনিক্স
নীল সেতু পেরোতে পারিনি
আমি স্থির দৃষ্টিতে দেখেছি
ওপারের তোমার তরল আগুন থেকে জেগে উঠেছে
অগুন্তি গত জন্মের ফিনিক্স!
ওরা পুড়িয়ে দিয়েছে তোমার চারপাশের সবুজ
আমার এপারের যত বস্তাপচা লাল ডায়েরির জিন্দাবাদ।
আমি সাহসী সাজিনি
নতুন করে আর কোনো ভুল ও করিনি।
কারণ
ভুল থেকেই শিখেছি আগুন আর জলের গল্প
ফাঁপা দেওয়াল থেকে ফিনিক্স এর ছাই পুনরাস্থাপনে
আগ্রহী করেছি ঝলসানো জীবন ।
এক অকৃত্রিম আকার
চারশো বন্ধুর মধ্যেই হাজার চারেক গোষ্ঠীঝড়
আমি হাতড়ে বেড়াই
খুঁজি জীবন্ত একটা হাত অথবা
অতলে কোনো প্রবাল স্পর্শের ভীতি
প্রতিটা গুপ্ত খবরে স্থবির হই
প্রতিটা সুখের শরতে পালতোলা ট্রামলাইন
মরুদ্যান যেভাবে ভালবাসে গোপনে বেদুইন
আমি দীর্ঘ পরিক্রমায় উড়ন্ত ফসিল।
ফেলে আসা বন্ধুরা কেউ নেই
সবাই কালসর্পদোষে অলীক মায়াপ্রস্তর
আরশিনগরে মুখে রং মেখে
গুপ্তঘরে সবাই সবাইকে পৃষ্ঠপ্রদর্শনীতে জাতক।
কতকাল হয়ে গেল কেউ কারো মুখ দেখেনা!
সবার পৃথক পৃথিবী
একই গ্রহের অসংখ্য উপগ্রহ!
জটিল এ কক্ষপথের উপবৃত্তে
আমার অন্তিম ঘূর্ণনে
এক অকৃত্রিম আকার পাঠিও ভগবান ।
***********************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন