কবিতাগুচছ * উমা বন্দ্যোপাধ্যায়
(১)
আসা আর যাওয়া এই হাওয়া
আঙিনায় মেঘ নেমে আসে
রাত জুড়ে যে ছিল কাছেই
ভোর হতে ফিরেছে প্রবাসে..
( ২)
লাগে না জল পা'য়
চিহ্ন শুধু ভেজা তীরের গা'য়
ঝরছে বালি, শুধুই ঝরে যায়
ভাঙছে ঢেউ, সময় ভেঙে যায়...
(৩)
এক বিন্দু জয়ের ওপর পালক ওড়ে
বন বনান্ত দশ দিগন্ত হাতের ঘেরে
একটি সন্ধে পথের ওপর একলা থাকি
বিজ্ঞাপনের ছবির রেখায় আকাশ আঁকি
(৪)
লুকিয়ে দেখো তুমি? আকাশ মেঘে ঢাকে
বাতাসে কথা নেই চোখে কি কথা থাকে?
লুকিয়ে দেখো তুমি মলিন বসবাস
ভোরের রাগিনীতে রঙিলা সম্ভাষ....
(৫)
আকাশ লেখে নিবিড় নীরবতা
বনের পথে গোপন অভিসার
বাতাস জড়ায় হারিয়ে যাওয়া কথা
নদীর চরে সকল হাহাকার...
*************************************************************************************************
জন্ম ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে । ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই । স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক , তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর । ১৯৯৬ তে প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে ' । পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন ' ছায়াময় ও দু-একটি মানুষ , চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা ' আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '।উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । আর সাম্প্রতিক প্রকাশিত কাব্যগ্রন্থ 'অক্ষরভূমি মধুপর্ণা' ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন