স্বপন নাগ-এর কবিতা
সম্পর্ক
১.
যার কাঁধে হাত রেখেছি, তাকে চিনি না
তবু নিঃশব্দে চিৎকার করে উঠি
কতদিন পর দেখা, কেমন আছিস ?
এভাবে রোজই
আমার ঠোঁট থেকে সিগারেট
অকপট ছিনিয়ে নেয় যে যুবক
আগে যে দেখেছি তাকে, মনে পড়ে না।
বস্তুত এরকমই পলকা আমাদের জানাশোনা
অনেক নিচে ঐ গভীর খাদ
ভঙ্গুর মাটির ওপর আমাদের টলোমলো পা
সামনে দিয়ে বয়ে যাচ্ছে ভয়ঙ্কর এক স্রোত
২.
আমি বলি, কল্পনা
তুমি নির্ঘুম স্বপ্নের কথা বলো
তুমি বলো, আকাশভরাসূর্যতারা
আমি শূন্যতার কথা বলি
অদৃশ্য এক দূরত্ব মাঝখানে দাঁড়িয়ে থাকে
তার ছায়া এসে পড়ে আমাদের কথার দেয়ালে
আমি সমুদ্রের কথা বলি
জলোচ্ছ্বাসের কথা
দিগন্তের কথা.....
তুমি মগ্ন থাকো নিজস্ব রচনায়
গাঢ় এই দূরত্বের জালে
আমরা জড়িয়ে আছি দীর্ঘ আঠাশ বছর
৩.
ছিল, এখন আর নেই
এমন কিছু স্মৃতি নিয়ে তুমি ঠায় জেগে আছো
অনেক গুলো দিনের ওপার থেকে
এখনও স্পষ্ট দেখা যায় তাদের
আমিও কী আশ্চর্য দেখো
সকাল থেকে রাত্তির অবধি তোমাকে খুঁজছি
কুয়াশায় ভেজা পথ ধরে ছন্দিত পায়ে
তুমি হেঁটে যাচ্ছ অন্য দিকে -
যার পিছনে পড়ে আছে একটি ভাঙা সাঁকো
সেই সাঁকোটার কথা আমরা ভুলে থেকেছি বহুদিন
দিনে দিনে তা শুধু জীর্ণ হয়ে গেছে
এপার আর ওপারকে জুড়ে রেখেছিল যে
তার কথা সেভাবে কখনো ভাবিইনি আমরা কেউ
আমাদের ভাবনায় আমাদের স্বপ্নে আজ
দুলে উঠছে নড়বড়ে সেই সাঁকোটি
কান পাতলেই শোনা যাচ্ছে পতনের ভয়ঙ্কর শব্দ...
*************************************************************************************


প্রায় ৪০ বছর সঙ্গে আছি , আরো মন কাড়া লেখার আশায় রইলাম।
উত্তরমুছুন