খগেশ্বর দাস / দু'টি কবিতা
চোখের আলো
এসো আলো এসো লীলাচ্ছল
তোমরা গলায় দেব পলাশ মালিকা
ঐ উড়ে গেল বসন্তবৈরি পাখিটি
পড়ন্ত বেলার আঁধারে আলোর নিমজ্জ।
যে পাখিটি কালো
আমি তাকে ফিঙে বলে জানি
আঁধারে ধরেছি হাত
নয়নে মিশেছে কালো নয়ন দু'খানি।
এপাশে ওপাশে দু'টি চোখ
চোখের আলোতে মৃত চোখ ভালো হোক
মণিতে মণিতে যেই লেগে গেল ছোঁয়া
কালো চোখে জ্বলে উঠল আলো।
নিমজ্জনের ঘাট
দিন রাত নৌকা আসে যায়
ঘাটে বসে একে একে গুণি
ও ঘাটে জলের ঢেউ খুলেছে বিনুনি
এ ঘাটে শরমে ডুব দিয়েছে শ্রীরাধা।
নদীর জোয়ারে আঁধারের ছায়া ভেসে যায়
ঢেউ গুণি আকাশের তারায় তারায়
আগে থেকে যে নায়ের ভেঙেছে গলুই
কি করে সে নিমজ্জন আটকাবি তুই।
*******************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন