রবিবার, ১৪ আগস্ট, ২০২২

ছোটন গুপ্ত



ছোটন গুপ্ত / দু'টি কবিতা 

ভাসানকথা


আমার এখন ঘর-গেরস্ত জল থই থই,

ডুবছে বসত, জলের টানে নিমগ্ন হই।

বুক ডোবা জল ঘরের মধ্যে ভাসছি এখন

একটু খানি আস্থা পেতে রোদ্দুরে মন।


স্বপ্ন ঘরে জলের তোড়ে ঘুম ভাঙে তাই

আমায় ডেকে বলতে পারে, সূর্যকে চাই।

ভাসান রাতের অন্ধকারে বৃষ্টি পড়ে

বৃষ্টি আমায় লতায়পাতায় জলশিকড়ে।


বৃষ্টিপাতের সজল ধারায় তোমায় খুঁজি,

আলোকবাসায় সূৰ্য ছটায় হাসছো, বুঝি।

বৃষ্টিরাতে জল মেখে ফের স্নান ঘরে যাই,

স্নানের ঘরেও বৃষ্টি পড়ে, আমায় ভেজায়।


জলভরা মেঘ সকালবেলায় আমায় ডাকে

চল  সেখানে, যেখানে রোদ স্বপ্ন আঁকে

আমার যখন ঘর বসতে জল থই থই—

স্বপ্নরা সব লুকিয়ে থাকে রোদ্দুর কই ?











না কবিতার কালে 

শর আর কাশ ঘাসফড়িং-এর খেলার সময় এসো,

স্থবিরতার দুঃসহ কাল ঘুমাক, ভালোবেসো৷

ভোরের শিশির জমছে কেমন সবুজ পাতায় ঘাসে

বৃষ্টি হয়নি রাত্তিরে আর,  চিত্রকল্প হাসে।


নির্জনতার ভরদুপুরে ক্লান্ত ঘামের রোদে—

গাইবে না গান ভুল সুরতান নিষেধ অবরোধে

শ্রাবণ যখন মেঘঢাকা মন বাতাস নিথর বেলা

যেতেই পারে প্রতীক্ষাহীন কালের খেয়াল খেলা।


প্রকৃতি আজ ঋতুর ভুলে গুমোট আকাশ মেঘে 

প্রস্তুতিহীন অকবিতা সারাটা রাত জেগে

জাগরনের নিয়মবিধি সব ভুলে যায় কবি

নিদাঘ ক্রমেই বেদম বেহাল বিস্মৃত মনছবি৷


সেই ছবিটা খুঁজতে গিয়ে একশো চিঠির ভাঁজে

একটা মেয়ে খোঁজ করে যায়, ডাকতে থাকে কাজে।

জড়িয়ে যায় ছড়িয়ে দেয় কবির কান্না-লেখা,

বুকের গোপন স্বপ্নরা পাক ঘাসফড়িং-এর দেখা ৷।



***************************************************************************



ছোটন গুপ্ত 


পেশায় বিদ্যালয় শিক্ষক, বয়স-৫৭, লেখালেখির অভ্যেস ছোটবেলা থেকে, মূলতঃ কবিতা লেখক। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ পাঁচটি। ১) আগুন বৃষ্টি ভালোবাসা, ২) ফিনিক্স আয়, ৩) দহন কালের কবিতা, ৪) নীরবতার শব্দমালা, ৫) অশোক লিপি। কবিতায় সমাজ সময় মানুষকে ধরে রাখার চেষ্টা অবিরাম। 'আগুন বৃষ্টি ভালোবাসা' এবং 'ফিনিক্স আয়' প্রবীর দাশগুপ্তের নামে প্রকাশিত। পরবর্তী তিনটি কাব্যগ্রন্থ ছোটন গুপ্তের নামে প্রকাশিত। 'অশোক লিপি' গত কলকাতা বইমেলায় প্রকাশিত সাহিত্য জগৎ প্রকাশনা সংস্থা থেকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন