সাধন চৌধুরী / দু'টি কবিতা
নিরুদ্ধ কান্নার চাপ ছিলো বুকে
নিরুদ্ধ কান্নার চাপ ছিলো বুকে, কোথায় উজাড় করি
মৃত্যুর বিনিময়ে কেন প্রশমন খুঁজি
কত অনাদরে কত অপমান স'য়ে, শিলাপিটা বুকখানি, তবু
চাপচাপ কান্না দমকে বিবশ
নিরুদ্ধ কান্নার চাপ অসুস্থ করে ।
কোথায় মোচন করি এই ভরাবেগ
খোলা বাতাসের ময়দান সচ্ছল সবুজ গেরস্থালী
মরমী হাওয়া ছুঁয়ে যায় , চেনাবন্ধু
দূর আকাশে গাঙচিল, প্রসন্নতা ওড়ে
বৃষ্টি হয়না যে রূপোলী মেঘে, সেও পরমা
আকীর্ণ হরিত্ গোষ্ঠগানে, ভরা মাটির সুষমা
অফুরান সামঞ্জস্যে ভরেছে উঠোন বুনোফুল ।
এ্যাতো সমর্পণ তবু গলে না গুমোট রোদন ।
আমার গলির শেষ, তোমার সফর
আমার দুঃখের স্পর্শ পাও
যাপিত সুখের শব্দধ্বনি বাজে মৃদু
সাইনেসথিশিয়া যাদুতে হ'য়ে ওঠো
নিজেই কবিতা বরাবর, আত্মম্ভর তুমি ।
গন্ধ শুঁকে বলে দিতে পারো নিশ্চিত
আজ সকালের আনন্দে আমার
অবৈধ সঙ্গমের রতিসুখ ছিলো কিনা
ঠোঁটের ডালিম রঙ্, সেই নাগরের ছোঁয়া ।
কিঞ্চিৎ চাওয়া গুলো চোখের সামনে ভাসে ডোবে
মাছ খেতে ভালোবাসি, টককুল কালোজাম
সুস্মিত বিকেলে হাতধরে ঘাসেমাঠে
এক বিছানায় মিশে রাতে, নিচুস্বরে কথা
ব্যথার ফাঁকগুলো চোখে পড়েনি তোমার
আমার গলি রাস্তা শেষে, তোমার সফর শুরু ।
***************************************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন