প্রদীপ ঘোষ * দু'টি কবিতা
কর্ণের পুনর্জন্মক্রিয়া
ন হন্যতে...
এই নাও কাঁসার রেকাবে রেখেছি উপচার যত।
সংকল্পে কর্পূরের প্রদীপ, চন্দন। পথের আভূমি ক্ষয়
রোধে দূর্বা। কড়ি কোমল, যজ্ঞডুমুরে মধু আর বিভ্রম।
রোম রোম আম্রপল্লবে ঘৃত আর মৃত্যুঞ্জয় মন্ত্রের
উষ্ণীষ সিঁদুরের স্বস্তিকা। হেঁটে যেতে চাই মহাপ্রস্থানে
অভিন্ন রূহের পুনর্নির্মাণ হেতু।
অগ্নিদেব ! প্রজ্জ্বলিত হও.... এক্ষণে প্রবেশ। ঋত্বিক !
যজ্ঞভূমের সিকতায় রাখো পবিত্র আমার-ই রেতঃ। এবং
পাকাঠির আঁচড়ে এই বেলা উহাতে মেঘে মেঘে জঙ্ঘা
আঁকো। উদ্দালক স্তনের বিভা। পঞ্চভূতের কুহেলিকা
ভাঁজে ভাঁজে স্ত্রীচিহ্ন আর শ্রোণী।
~ একি ! নিটোল মুখ এঁকেছো মহামায়ার অনুরূপ
ত্রিনয়ন আঁকোনি ক্যানো? মুহূর্তের ঊন আমি, নবরূপের
নিমিত্তে মালসায় একশো আট নীল পদ্ম যব তিল
তুলসী আর পূর্বতনু-মনের সখেদ -
খাক তুলে রেখো গুছিয়ে
সমিধের বিতান বিপণি।
সাগর বলো, নদী পুকুর ডোবা কিংবা নয়ানজুলি
মেঘের মতো, চোখের মতো জল চেনে বুঝি কেউ ?
সার্থকতা ফুলের জীবনে পূর্ণ নিবেদনে অঞ্জলি...
ভাসাতে বললেই কুন্তীর মতো বসুসেন কে ভাসাতে
যথেষ্ট পারঙ্গম এ ভুবন। তোমরা ভেবে দেখো, অধিরথ,
শ্রীরাধার মতো আমায় কোলে তুলে নিতে পারবে
কিনা। তবে নাম রেখো শুধু রাধেয়।
জেনে রাখা ভালো, আমার কবচকুণ্ডল নেই
নই ও তো বিক্রমে আর কর্ণ।
পুনরপি জঠরে ঠাঁই পেতে ভ্রূণের গোলক সুবর্ণ....
ওঁ মণিপদ্মে হুঁ।
বৃষ্টিও ঊষর
আল বরাবর হেঁটে দিগবলয়ে ধক্ ধক্ করা মাংস পিণ্ড-টা
উপড়ে, পুঁতে এলাম। ওটার আমার আর প্রয়োজন-ই নেই।
শুধু তো বেঁচে থাকা? তোমাদের ঔদ্ধত্য, নীচতা-দীনতার
ঋণাত্মক উর্জ্জা পুষিয়ে দেবে। এ আমার বিশ্বাস বৈ নয়।
শুধু ভাঙ্গা শামুক খোলের বাঁধা যদি না থাকত ! যে নাক
গুলো উঁচু ভারি! মিথ্যে অহংকারে! কুৎসিত প্যাঁচ পয়জারে
ঘোড়ার নলক পরিয়ে এক্কাগাড়ির সাথে জুড়ে দিতাম, এ
আমার ইচ্ছা।
একটু বৃষ্টি তে যে শহর অমন জল থইথই যখন মিথ্যের
বেসাতি মাকড়সার জালবোনে শহর জুড়ে! বিপথে
মনভাসি তো হবেই বলো ? আমি আমের মঞ্জরি, জানি
ভ্রমর না এলে সব আয়োজন-ই অথৈ।
আসলে ভালো আর বোকার মধ্যে তফাত খুব সূক্ষ্ম। ফাঁদ
পাতা নয়, কিশোরটির শুধু আকাশ হওয়ার ইচ্ছেছিল
পাখিজন্মে তুমি উড়বে বলে। কান টা সামনে আনো,
শোনো যদু বংশও ধ্বংস হয়েছিল।
প্রেম আর বিপ্লব জুড়তে চেয়ে ভ্রান্তিবিলাসে, ছায়াপথে
বান্ধবহীন একাকী যে হেঁটে যায়! জানে কুরুক্ষেত্রে
কেন কর্ণের পরাজয়। ট্রাফিক সিগন্যালে ভিজে বুঝেছে
আধার তেমন না হলে বন্ধু, বৃষ্টিও কখনও ঊষর.....
***********************************************************************************
'দেশ' পত্রিকা সহ অন্যান্য লিটল ম্যাগাজিন, ই-ম্যাগে স্বরচিত কবিতা প্রকাশিত। ফেবুতে যথারীতি নিয়মিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা। কলকাতা নিবাসী।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন