লিটন শব্দকর / দু'টি কবিতা
অরণ্যস্পর্শ
কিছু একরঙা গল্প প্রতিদিন জিজ্ঞেস করে
কেমন আছিস! ভালো থাকারই কথা ছিল
কুয়াশার জল কচি পেয়ারা পাতা ভিজিয়ে
চলে গেছে কতক্ষণ নাবালক ঘুমের সাথে-
টেবিলের আধবোতল জলের অনন্য বন্ধুত্ব,
শহরের বুকে ক্ষীণপ্রায় তিরতির নদী থেকে
একগুচ্ছ পাহাড়ি ফুল চুপচাপ ভেসে এসে
সব রাতবাতি নিভিয়ে দেয়,এমন রাতগুলি
শরীরে হয়ে আসে ডালপালা পাতা ও ঝুরি
আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলে অবাধ্য সেতুটিও,
তখন নিউক্লিয়াস-ক্যান্ডেল-প্রতিশ্রুতি আর
ভালোবাসার অক্ষরখেলার পর্ব জমে ওঠে।
অরণ্যবেলা
চিরহরিৎ অরণ্যের এমনই এক ঘেসো উঠোনে
আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় কিছু ভোর
অজস্র স্কারলেট ক্রিপার ফুটে আছে উঠোনে।
ঢাকিজামের নীচে মাথা উঁচিয়ে চিতি গিরগিটি
সমস্ত অরণ্যকে রপ্ত করায় নির্ভয়ের উপপাদ্য
বেড়ে ওঠে কিশোরী বন ক্ষত সুশ্রুষার জ্ঞানে।
যেন সব বাছা বাছা ভোর নিয়েই দিন ও সপ্তাহ
আছে রোদ বৃষ্টি , মাটিও শুকনো হয় কখনও
তবু বুলফঞ্চগুলি পাখিরা উড়ে আসে এখানে,
স্কুলফেরত ছাত্রবেলার দিন হরিণ দেখার সুখ;
এরপর যতবার দেখেছি হরিণের মেঘলা চোখ,
চোখে চোখ রাখিনি আর সেকথা অরণ্য জানে।
*******************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন