শনিবার, ১৩ আগস্ট, ২০২২

অতনু ভট্টাচার্য



অতনু ভট্টাচার্য / দু'টি কবিতা 

ইরফান

উৎসর্গ- হিরণ মিত্র


ইরফান তুমি জাত অভিনেতা ছিলে

হিরণ মিত্র কাল সারারাত ধরে

তোমার মুখটা রেখায় খুঁজতে গিয়ে

খুঁজে পেয়েছেন করোনাক্রান্ত ভোরে

            

ইরফান তুমি বিদায় বলেছ কাল

হিরণ মিত্র কাল সারারাত ধরে

তোমার মুখের ভঙ্গীগুলোর সাথে

নানান গতিতে বুনছিল বোলচাল

           

ইরফান তুমি হিরণ মিত্র তুমি

থাকা না থাকার মধ্যে এমন খেলা

ইরফান যেই ছুঁড়ে দিয়েছিল নেই

সেই শূন্যতে হিরণ ভাসিয়ে ভেলা !

            

করোনাক্রান্ত সময়ের নিরিবিলি

কত মার্জিত শান্ত কবরে যাওয়া

হিরণ মিত্র সাধারণ এই লেখা 

আরেকটি ছবি— ইরফান, যাবে পাওয়া ?











দুই কবি ও বিদূষী


দুই কবি বসে আছেন

‘তুমুল যৌনতার ভেতর প্রগাঢ় মাতৃত্ব’ এই নিয়ে 

দু-দুটো মত । বন্ধুত্বপূর্ণ, বিবাদাস্পদ আবহাওয়া।

অগত্যা মাঝে এলেন এক বিদূষী শিল্পী, 

জানালেন : ‘তুমুল যৌনতার ভেতর প্রগাঢ় মাতৃত্ব’ নিয়ে

তাঁর মনে কোনো বিরোধ নেই। 

বিবাদি কবি বললেন : এ বিষয়ে বিদূষীর কথাই তাহলে গ্রাহ্য হোক।

কেননা সে বিদূষী ও নারী, এ বিষয়ে তারই প্রধান অধিকার।

অথচ বাদি কবি যারপরনাই চান প্রবীণ কবির মন জিতে নিতে ।

বিদূষী হাসে—  

শিশুপাঠ্য, সাহিত্য, ইতিহাস, দর্শনের পক্ষপাতগুলো, মাতৃত্বের ছদ্ম কীর্তি,

শঙ্করাচার্য ও চানক্যের অপমান, মনে পড়ল ফ্রয়েডের কথাও : 

‘নারী তুমি পুরুষাঙ্গহীন অসম্পূর্ণ পুরুষ’ !             

দুই কবিকে সঙ্গে নিয়ে তাহলে এখন কোথায় চলেছেন বিদূষী ? 

তুমুল যৌনতা ও প্রগাঢ় মাতৃত্বের  জৈবিকতার ভেতর কৃত্রিম  সংস্কার

নিয়ে ঢোকা নিষেধ , বলেই , হঠাৎ এমন ঘুরে দাঁড়ালেন—

                           উফ্ সে যে কী শীতল বিস্ফোরণ !



***********************************************************************************************




অতনু ভট্টাচার্য

জন্ম  ১৯৭৪ সাল , কলকাতা প্রকাশিত কাব্যগন্থ ১০টি  প্রকাশিত ছড়ার বই ১ টি । প্রকাশের অপেক্ষায়—প্রবন্ধ সংগ্রহ  সম্পাদনা – দীপক রায় ও এগারো  জন  অনির্বাণ ধরিত্রীপুত্র সংখ্যা ( কাজ চলছে ) টানাগদ্যের কবিতা সংকলন ( কাজ চলছে )  সাহিত্য পত্রিকা সম্পাদনা—কুবোপাখি সাহিত্য পত্রিকা  কুবোপাখি প্রকাশন-এর কর্ণধার । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন